‘বিএনপি ক্ষমতায় গেলে সব মানবতাবিরোধী অপরাধের বিচার’

0
131
Print Friendly, PDF & Email

ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার ঘোষণা দিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ আরো কিছু সমসাময়িক দাবিতে রোববার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ফখরুল বলেন, “এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশের সব মৌলিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এখন তাদের ব্যর্থতা ঢাকতে যে ষঢ়যন্ত্র করছে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে আওয়ামী লীগ। তদন্ত করেছে তাদের লোকজন। প্রসিকিউটরও নিয়োগ দিয়েছেন তারা। রায় দিয়েছেন তাদের নিয়োগ করা লোকজন। এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। মানে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তাদের উচিত তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দেওয়া। তা না করলে জনগণ তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।”

ফখরুল বলেন, “এ সরকার বিশ্বজিৎ হত্যার বিচার করেনি। পদ্মসেতু, ডেসটিনি হলমার্ক, কুইক রেন্টালের নামে লুটপাট চালিয়েছে। এ লুটেরা সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।”

এগিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ছন্দপতন ঘটে পল্টনের বিক্ষোভ সমাবেশে।

এ সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টনে আসতে থাকলেও বৃষ্টি একটু বাড়তেই শুরু হয় বিশৃঙ্খলা।

নেতাকর্মীরা যার যার মতো করে আশপাশে আশ্রয়ের সন্ধানে ‍ছুটতে থাকলে সমাবেশের শৃঙ্খলা বজায় রাখা দুরূহ হয়ে পড়ে।  

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন।

বিশৃঙ্খল সমাবেশে আরো বক্তৃতা করেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সেক্রেটারি শিরিন সুলতানা প্রমুখ।

 ফেব্রুয়ারি ১৭, ২০১৩

শেয়ার করুন