নিহত ব্লগার রাজীবকে নিয়ে সুমনের গান

0
177
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): নিহত ব্লগার রাজীব হায়দারকে নিয়ে শহীদ রাজীবশিরোনামে গান করলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনআজ সকালে গানটি সুমন তাঁর ওয়েবসাইটে পোস্ট করেছেন

এ প্রসঙ্গে সুমন তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের হাতে নিহত শহীদ রাজীব হায়দারকে নিয়ে এই গানমাত্র ৩৫ বছর বয়সে শহীদ হয়েছেন সাহসী এই ব্লগারশাহবাগের গণ-আন্দোলনের একজন সাহসী যোদ্ধা তিনিআমি তাঁর মৃত্যুর খবর শুনেছি, রাস্তায় পড়ে থাকা তাঁর রক্তাক্ত নিথর মরদেহের ছবি দেখেছি

সুমন আরও লিখেছেন, ‘এ গানের মধ্য দিয়ে আমার ভেতর জন্ম নেওয়া প্রচণ্ড দুঃখ ও ক্ষোভ প্রকাশিত হয়েছেআমি রাজীবের বাবার বয়সীআমার সন্তানরা যে স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, সেই স্বপ্নের প্রতি সংহতি প্রকাশ করছিসত্যিকারের ধর্মনিরপেক্ষ ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন চিরদিন বেঁচে থাকআরও বেঁচে থাক সুন্দর ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মের এ সংগ্রামজয় বাংলা

সুমনের লেখা গান-
শহীদ রাজীব

কী বলব আজ কাকে
কোন সান্ত্বনা দেব
এত দূরে থাকি কী করে বলব
খুনির খবর নেব!
কী বলব বন্ধুদের
কিসের অভয় দেব
এত দূরে থাকি কী করে বলব
আমি প্রতিশোধ নেব\

তবুও আমার গানে
খুনির বিরুদ্ধতা
শহীদ রাজীব পেলেন
মুক্তিযোদ্ধার অমরতা\

শহীদ রাজীব হায়দার
আমার সালাম নাও
এই দুনিয়ায় শাহাদাত বৃথা
যায় না তো একটাও
তোমার রক্তে রাঙা
বিপুল অঙ্গীকার
যোগ্য বিচার পাবে একদিন
খুনি আর রাজাকার…

 

নিউজরুম

 

শেয়ার করুন