মুক্তা চলচ্চিত্রে পা রাখছেন

0
124
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): ২০১০ সালে মিডিয়া জগতে পা রেখেছিলেন নীলফামারীর মেয়ে মুক্তা হাসানকয়েক ডজন ধারাবাহিক ও এক ঘণ্টা নাটকে অভিনয় করার পর এখন চিত্রপরিচালক এম ফেরদৌস রেজার অন ওয়ে রোড-এ কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটাতে যাচ্ছেনআগামী মার্চের শেষ নাগাদ চট্টগ্রাম ও বিড়িসিড়িতে অন ওয়ে রোড-এর শুটিংয়ের কাজ শুরু হবে বলে ফেরদৌস রেজা জানানআর মুক্তা হাসান ও ফেরদৌস রেজার এটাই প্রথম মুভিমুক্তা ধারাবাহিক ও এক ঘণ্টা নাটকসহ এই পর্যন্ত ৩০টি নাটকে অভিনয় করেছেনবর্তমানে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে

 

মুক্তা হাসান বলেন, চিত্রপরিচালক এম ফেরদৌস রেজার অন ওয়ে রোড-এ কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেনএটা একটা ব্যতিক্রমধর্মী মুভি হবেআমাদের দেশের মুভিগুলো সাধারণ ভালোবাসা বা প্রেম, ফাইটিংÑ এসব নিয়ে হয়ে থাকেকিন্তু এটা হবে ভিন্ন ধরনের কাহিনী নিয়ে, ভয়টাই মূল বিষয়ভালো বাজেটে এবং নতুনদের নিয়ে এই চলচ্চিত্র হবেমুক্তা জানান, অনেক ধারাবাহিকে কাজ করেছিএখনো কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছেআর ভ্যালেন্টাইন ডেতে প্রচার হলো এসএ টিভিতে দ্বীন মোহাম্মদ মন্টুর টেলিফিল্ম ভালোবাসার গল্প শুরু হলোএ ছাড়া কাজ চলছে জহির খানের ধারাবাহিক নাটক লগ ইন লগ আউট ও এহসান এলাহী বাপ্পীর আপডেইট, আগুন আহমেদের টেলিফিল্ম আনলাকি থার্টিন, দেবাশীষ বড়য়ার ইলেকশন ইলেকশন

 

মুক্তা হাসান বলেন, মুভিতে আমি ভালো কিছু কাজ করতে চাইএখন বাংলাদেশে নতুন প্রজন্ম মুভি তৈরি নিয়ে অনেক পড়াশুনা করছেনঅনেক মানসম্পন্ন মুভি বাংলাদেশে হচ্ছেমানুষের এখন মুভির প্রতি আবার আগ্রহ ফিরিয়ে আসছেভালো ও মানসম্পন্ন মুভি তৈরি করতে হলে অবশ্যই আমাদের বড় বাজেট থাকতে হবেতাহলেই নতুন প্রজন্মের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এই শিল্পে আসবেআসবে নতুন নতুন মেধাএই শিল্প নিয়ে আমাদের ভাবতে হবে

 

পরিচালক ফেরদৌস রেজা জানান, বাংলাদেশের চলচ্চিত্র যেভাবে তৈরি হচ্ছে তিনি তা থেকে কিছুটা হলেও নতুনত্ব আনতে চাচ্ছেন

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন