বিনোদন ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): ২০১০ সালে মিডিয়া জগতে পা রেখেছিলেন নীলফামারীর মেয়ে মুক্তা হাসান।কয়েক ডজন ধারাবাহিক ও এক ঘণ্টা নাটকে অভিনয় করার পর এখন চিত্রপরিচালক এম ফেরদৌস রেজার অন ওয়ে রোড-এ কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটাতে যাচ্ছেন। আগামী মার্চের শেষ নাগাদ চট্টগ্রাম ও বিড়িসিড়িতে অন ওয়ে রোড-এর শুটিংয়ের কাজ শুরু হবে বলে ফেরদৌস রেজা জানান। আর মুক্তা হাসান ও ফেরদৌস রেজার এটাই প্রথম মুভি। মুক্তা ধারাবাহিক ও এক ঘণ্টা নাটকসহ এই পর্যন্ত ৩০টি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।
মুক্তা হাসান বলেন, চিত্রপরিচালক এম ফেরদৌস রেজার অন ওয়ে রোড-এ কাজ করার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন। এটা একটা ব্যতিক্রমধর্মী মুভি হবে। আমাদের দেশের মুভিগুলো সাধারণ ভালোবাসা বা প্রেম, ফাইটিংÑ এসব নিয়ে হয়ে থাকে। কিন্তু এটা হবে ভিন্ন ধরনের কাহিনী নিয়ে, ভয়টাই মূল বিষয়।ভালো বাজেটে এবং নতুনদের নিয়ে এই চলচ্চিত্র হবে। মুক্তা জানান, অনেক ধারাবাহিকে কাজ করেছি। এখনো কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। আর ভ্যালেন্টাইন ডেতে প্রচার হলো এসএ টিভিতে দ্বীন মোহাম্মদ মন্টুর টেলিফিল্ম ভালোবাসার গল্প শুরু হলো। এ ছাড়া কাজ চলছে জহির খানের ধারাবাহিক নাটক লগ ইন লগ আউট ও এহসান এলাহী বাপ্পীর আপডেইট, আগুন আহমেদের টেলিফিল্ম আনলাকি থার্টিন, দেবাশীষ বড়–য়ার ইলেকশন ইলেকশন।
মুক্তা হাসান বলেন, মুভিতে আমি ভালো কিছু কাজ করতে চাই। এখন বাংলাদেশে নতুন প্রজন্ম মুভি তৈরি নিয়ে অনেক পড়াশুনা করছেন। অনেক মানসম্পন্ন মুভি বাংলাদেশে হচ্ছে। মানুষের এখন মুভির প্রতি আবার আগ্রহ ফিরিয়ে আসছে। ভালো ও মানসম্পন্ন মুভি তৈরি করতে হলে অবশ্যই আমাদের বড় বাজেট থাকতে হবে। তাহলেই নতুন প্রজন্মের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এই শিল্পে আসবে। আসবে নতুন নতুন মেধা। এই শিল্প নিয়ে আমাদের ভাবতে হবে।
পরিচালক ফেরদৌস রেজা জানান, বাংলাদেশের চলচ্চিত্র যেভাবে তৈরি হচ্ছে তিনি তা থেকে কিছুটা হলেও নতুনত্ব আনতে চাচ্ছেন।
নিউজরুম