শুভলক্ষ্মী বলিউডি অভিনেত্রী বিদ্যা

0
150
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): ভারত রত্ম খেতাবজয়ী কর্ণাটকের গায়িকা এম এস শুভলক্ষ্মীর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রে শুভলক্ষ্মীর চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান

 

শুভলক্ষ্মী ২০০৪ সালে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেনপরিচালক রাজিব মেনন প্রথমবারের মতো ওই শিল্পীর জীবনী নিয়ে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেনবর্তমানে মেনন শুটিংয়ের কাজে দণি আফ্রিকায় রয়েছেনসিনেমাটির বিষয়ে মেনন বলেন, ‘আমি সিনেমাটির চিত্রনাট্য সম্পর্কে বিদ্যাকে সংপ্তিভাবে ধারণা দিয়েছিতিনি কাহিনীটি পছন্দ করেছেনআমি দেশে ফিরলেই চলচ্চিত্রটি নিয়ে পরবর্তী পর্যায়ে কাজ শুরু করব

 

শুভলক্ষ্মীকে নিয়ে নির্মিত সিনেমাটি অন্যতম ব্যয়বহুল একটি আত্মজীবনীমূলক সিনেমা হতে যাচ্ছেহিন্দি, তামিল ও ইংরেজি এ তিনটি ভাষায় সিনেমাটি নির্মিত হবেএতে মোট ব্যয় হবে ৭০ কোটি রুপি

 

এর আগে দি ডার্টি পিকচার সিনেমাতে বিদ্যা বালান অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেনওই সিনেমায় সিল্ক স্মিতার জীবনের বিশেষ কিছু দিক তুলে ধরা হয়েছিলতবে মেননের সিনেমায় শুভলক্ষ্মীর সম্পূর্ণ জীবনী তুলে ধরা হবে

 

চলচ্চিত্রে শুভলক্ষ্মীর গাওয়া কিছু গান নতুন আঙ্গিকে ব্যবহৃত হবেগানগুলো কর্ণাটকের শিল্পীরাই গাইবেনওয়েবসাইট

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন