শাহবাগের আন্দোলনের ১৩তম দিন শুরু

0
167
Print Friendly, PDF & Email

শাহবাগ: জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রোববার সকাল সোয়া ৬টার দিকে শাহবাগে আন্দোলনের ১৩তম দিন শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলনের শুরু থেকে রোববার সকালে সবচেয়ে কম উপস্থিতি লক্ষ করা গেছে।
আন্দোলনের কারণে বন্ধ থাকা রাস্তাগুলো যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যানবাহনের চাপ ও অন্যান্য দিনের তুলনায় শাহবাগে লোকজন কম থাকায় রাস্তার একপাশ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রূপসী বাংলা মোড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘উপরের নির্দেশে একপাশের রাস্তা খুলে দেয়া হয়েছে। লোকজন না বাড়লে সারাদিনই এ রোডে যান চলবে।’
রোববার সকাল ১০টায় সব শিাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি রয়েছে। শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
এদিকে রোববার সকাল থেকেই শাহবাগের প্রতিটি প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে প্রবেশকারী প্রায় সবার ব্যাগ ও দেহ তল্লাাশি করা হচ্ছে।

ফেব্রুয়ারি ১৭, ২০১৩

শেয়ার করুন