গ্রাফিকস ডিজাইনের কাজ করছেন এমরাজিনা

0
140
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): নিভৃতে, চোখের আড়ালে ঘরের মধ্যে যখন-যেভাবে খুশি অফিস সাজিয়ে অনলাইনে কাজ করে যাচ্ছেন গৃহবধূ এমরাজিনাআয় করছেন ইচ্ছামতোতাঁর জন্ম নীলফামারীতেশ্বশুরবাড়ি ঢাকার উত্তরায়অনলাইন মার্কেটপ্লেসে ছোট-বড় প্রকল্প ছাড়াও দুই হাজার ঘণ্টা কাজ করেছেন তিনি

অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স, ওডেস্কে গ্রাফিকস ডিজাইনের কাজ করছেন এমরাজিনাপড়াশোনা ইংরেজি বিষয়ে অনার্সপাশাপাশি সুযোগ বুঝে চারু ও কারুকলায় পড়াশোনা করেছেন তিনিতাঁর শখ আঁকা-আঁকিতেএই শখটাই এখন তাঁর পেশা

বিয়ের আগে থেকেই চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগেই অনলাইনে কাজ শুরু করেন তিনিবিয়ের পর সংসারের নানা কাজের পাশাপাশি প্রতিদিন কাজ করে যাচ্ছেন অনলাইনেআয়ও করছেন বেশএই কাজে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার কাছ থেকে উত্সাহ পাচ্ছেন এমরাজিনা

প্রথম আলো ডটকমকে এমরাজিনা জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথাতিনি বলেন, ‘শৈশব থেকেই চোখে হাজার স্বপ্ন ছিলকিন্তু মেয়ে হিসেবে নানা বাধায় অনেক স্বপ্ন পূর্ণতা পায়নিতবে লেখাপড়া চালিয়ে গেছিঅনার্সে পড়া অবস্থায় বাবা মারা গেলেনমা গয়না বিক্রি করে পড়ার খরচ দিতে লাগলেনতখন আমার প্রয়োজন ছিল একটা চাকরিরবিক্রয় প্রতিনিধির চাকরি, এমনকি টিউশনি করে লেখাপড়া চালিয়ে গেছিকাজ করেছি কল সেন্টারেওকিন্তু নিজের সৃজনশীলতা কাজে লাগাতে পারি এমন কোনো কাজ পাচ্ছিলাম নাশেষ পর্যন্ত নিজের দক্ষতা কাজে লাগাতে অনলাইন মার্কেটপ্লেসে কাজ শুরু করি

অনলাইনে কাজ পেশা নয়?
এখন বাংলাদেশের অনেকেই অনলাইন মার্কেটপ্লেসে কাজ করেনকিন্তু এখানে মেয়েদের সংখ্যা অনেক কমঅনেক বিবাহিত মেয়ে ঘরে বসে থাকেনতাঁরাও ঘরের কাজের পাশাপাশি অনলাইনে কাজ করতে পারেনতবে এ কাজে পরিবারের সহযোগিতা আর সচেতনতা প্রয়োজনআর যে কাজে আগ্রহী হবে, তার দরকার পেশাদার মনোভাবতবে, অনলাইনে কাজ করার পূর্বশর্ত হচ্ছেকাজের দক্ষতাআপনার জানা যেকোনো কাজে দক্ষতা থাকলে তাকে কাজে লাগাতে পারেনকথাগুলো এমরাজিনার

এমরাজিনা জানিয়েছেন, অনেক পরিবার মেয়েদের বাইরে কাজ করাটা ভালোভাবে দেখে নাএ ক্ষেত্রে ঘরে বসেই তাঁরা আয় করতে পারেনতবে ভুয়া কোনো ওয়েবসাইটে ক্লিক করে নয়তাঁরা নিজের কাজের দক্ষতাকে ইল্যান্স, ওডেস্ক, ফ্রিল্যান্সার সাইটগুলোতে লাগাতে পারেনঘরে বসেই গ্রাফিকস ডিজাইন, অনুবাদ, ব্লগ, এসইওসহ অনলাইনভিত্তিক নানা কাজ তাঁরা করতে পারেনএতে তাঁদের কাজে যেমন দক্ষতা আসবে, তেমনি আর্থিক সচ্ছলতাও আসবেএকে পেশা হিসেবেও বেছে নিতে পারেনস্বামীর সঙ্গে আলোচনা করে কাজের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেও আয় করতে পারেন

এমরাজিনার অভিজ্ঞতা
এমরাজিনা বলেন, এক বন্ধু আমাকে প্রথমবারের মতো অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার কথা বলেছিলতখন আমার মনে নানা প্রশ্ন জাগেকীভাবে কাজ করব, কী কাজ করব, পারব তো? কাজের পদ্ধতি কে শিখিয়ে দেবেএ রকম নানা প্রশ্নতবে সাহস করে ওডেস্ক আর ইল্যান্সে আমি অ্যাকাউন্ট খুলে ফেলিসুন্দরভাবে প্রোফাইল সাজাইএরপর আমি কোন কাজগুলো পারি, সেগুলো খুঁজে আমার প্রস্তাব জমা দিতে শুরু করি
তিনি বলেন, কাজ শুরুর আগে নিজের ওপর বিশ্বাস রাখা জরুরিঅনলাইন মার্কেটপ্লেসগুলোতে প্রতিনিয়ত নানা কাজের পোস্ট জমা পড়েএখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে, বিশেষ করে নতুনদের জন্য কাজ পাওয়া অনেক কষ্টেরএ জন্য ধৈর্য থাকতে হবে
এমরাজিনা বলেন, আঁকা-আঁকি করার শখ আর মোটামুটি গ্রাফিকস ডিজাইন জানা ছিলসিদ্ধান্ত নিয়েছিলাম, গ্রাফিকস ডিজাইনের কাজ করবএ জন্য আরও দক্ষ হতে গ্রাফিকস ডিজাইনের কোর্স করিকোর্সের পর বাড়িতেও অনুশীলন করেছিএসব ঘটনা বিয়ের আগের
এমরাজিনা তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ধৈর্য ধরে অনলাইন মার্কেটপ্লেসে দেখতাম, কী ধরনের কাজের দক্ষতা চাওয়া হচ্ছেআমি ওই ধরনের কাজের অনুশীলন করতামআমার এ কাজে সহযোগী বন্ধুর নাম গুগল সার্চ ইঞ্জিন
গুগলের সার্চের মাধ্যমে আমি অনেক কিছু জেনেছিযাঁরা কাজ করতে আগ্রহী, তাঁরা গুগলের সার্চে গিয়ে প্রয়োজনীয় নানা তথ্য পেতে পারেন
এমরাজিনা বলেন, আমি নতুন, তাই প্রথম কাজ পেতে তিন মাস সময় লেগেছিলকাজে আবেদন করতে করতে ক্লান্তকারণ নতুন বলে আমার আবেদন বাতিল হয়ে যেতকিন্তু আমি ধৈর্য হারাইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি

সাফল্যের সোনার হরিণ
প্রথম কাজ পাওয়ার পর ঠিকভাবে ও সতর্কতার সঙ্গেই কাজটি শেষ করেছিলামকাজ শুরুর অভিজ্ঞতা সম্পর্কে এভাবেই জানান এমরাজিনাতিনি বলেন, প্রথমে টাকা আয়ের কথা মাথায় আনিনিচেষ্টা ছিল আগে এ প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করাতবে সংসারের নানা ঝামেলা সামলে এভাবে সময় দেয়াটা কষ্টকরতবে শেষতক সাফল্যের সোনার হরিণের দেখা পেয়েছিআমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশের ক্লায়েন্টদের জন্য কাজ করেছি এবং আমার কাজ তাদের প্রশংসা পেয়েছেআমাকে কাজের জন্য আর ভাবতে হয়নিআমি এখন ঘরে বসেই অবসরে কাজগুলো সেরে ফেলিইল্যান্স, ওডেস্ক মিলিয়ে দুই হাজার ঘণ্টা কাজ করে ফেলেছিঅন্যান্য প্রকল্পেও কাজ করেছিপ্রথমে ঘণ্টাপ্রতি কাজের জন্য পাঁচ ডলার করে পেতামএখন আমার আয় ঘণ্টাপ্রতি প্রায় ২০ ডলার

এমরাজিনা, আপনার ডিজাইন অসাধারণ হয়েছে
নিজেকে আত্মনির্ভরশীল ভাবেন এমরাজিনাতাঁর স্বামীও তাঁকে উত্সাহ দেন কাজ নিয়ে তাঁরা দুজন আলোচনা করেনএমরাজিনা জানিয়েছেন, সঙ্গে ল্যাপটপ, ইন্টারনেট থাকলে আর ইংরেজি বুঝতে পারলে যেকোনো জায়গায় কাজ করা যায়সংসার করতে গিয়ে চাকরি বা কাজের ক্ষতি হবে, এটা ভাবতে হয় নাবাড়িতেই নিজের সুবিধামতো স্থানে বসে, সুবিধামতো সময়ে সাজিয়ে ফেলি নিজের অফিসনিজে আয় করি বলে কেনাকাটার জন্য স্বামীকেও বিরক্ত করতে হয় না; বরং পরিবারকে সাহায্য করতে পারিসবার মুখে হাসি দেখলে ভালোই লাগেসবচেয়ে ভালো লাগে যখন বিদেশিদের কাজ করে দিই আর তারা বাংলাদেশি গ্রাফিকস ডিজাইনার হিসেবে আমার প্রশংসা করে লেখে, ‘এমরাজিনা, অসাধারণ হয়েছে আপনার ডিজাইন

এমরাজিনা বলেন, বাংলাদেশের অনেক মেয়ে লেখাপড়ার পরে আর কিছু করেন নাবিয়ে হয়ে গেলে তাঁরা ঘরসংসার সাজাতেই ব্যস্ত হয়ে পড়েনএরপর পারিবারিক নানা কাজে জড়িয়ে পড়েনপরিবারের নারী সদস্যরাও অবসর সময়টাকে কাজে লাগাতে পারেনএ বিষয়ে সবার সচেতনতা জরুরি বলেই মনে করছেন এমরাজিনা

এমরাজিনার পরামর্শ
অনলাইন মার্কেটপ্লেসে যাঁরা কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এমরাজিনা পরামর্শ দিয়েছেনতাঁর পরামর্শ:

১. পরিবারের সবার সহযোগিতা নিয়ে সবার আগে মানসিক বাধা দূর করুন

২. নিজের দক্ষতা বাড়ান

৩ .অন্যেরটা দেখে নয়, বরং নিজের পছন্দ ও আগ্রহ যে বিষয়ে বেশি, সেই বিষয়ে দক্ষতা অর্জন করুন

৪. কোন কাজ করলে বেশি টাকা আয় করা যাবে তা না ভেবে কোন কাজটি আপনি ভালোভাবে করতে পারবেন, তা চিন্তা করুনকাজ ভালো পারলে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না

৫. ইংরেজি ভাষা বোঝা, লেখা ও বলার ওপর জোর দিনকেননা, অনলাইন মার্কেটপ্লেসে যোগাযোগের মাধ্যম ইংরেজি

৬. অনলাইনে আয় করতে হলে পরিশ্রম করার মানসিকতা রাখুন

৬. ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান

৮. যে ওয়েবসাইটে কাজ করবেন, ওই ওয়েবসাইটের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন

৯. ফেসবুক বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সময় না কাটিয়ে সামাজিক যোগাযোগের দক্ষতা আয়ের জন্য কাজে লাগান

১০. নিজ দায়িত্ব বুঝে, অনলাইনে কাজ করুননিম্নমানের কাজ করবেন নাকারণ, অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার কাজ করেনআপনার কারণে দেশের অন্য নতুন ফ্রিল্যান্সারদের সম্পর্কেও নেতিবাচক ধারণা হতে পারেঅনলাইন লেনদেনে সতর্ক থাকুকদক্ষ হয়েই কাজে আসুনপারিবারিক বাধা এলে তাদের সঠিকভাবে বোঝানআপনার কাজে সবার সহযোগিতা নিন

 

নিউজরুম

 

শেয়ার করুন