যোগাযোগের জনপ্রিয় ফেসবুক

0
149
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১ ফেব্রুয়ারী): সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক জানিয়েছে, গত মাসে তাদের ওয়েবসাইট হ্যাকারদের লক্ষ্যবস্তুতে হয়েছেএ অবস্থাকে তারা হ্যাকারদেরপরিশীলিত আক্রমণবলছেতবে এতে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেএমন প্রমাণ পাওয়া যায়নি
যুক্তরাষ্ট্রভিত্তিক এই সামাজিক নেটওয়ার্ক জানায়, ফেসবুকের বেশ কয়েকজন কর্মী একটি মোবাইল ডেভেলপার ওয়েবসাইট দেখার সময় এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেতবে শুধু তাদের ওয়েবসাইট নয়, এভাবে হামলার শিকার হয়েছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান
ফেসবুক কর্তৃপক্ষ এক ব্লগ বার্তায় জানায়, গত মাসে ফেসবুকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভাগ আবিষ্কার করে যে তাদের সাইটটি পরিশীলিত হ্যাকিংয়ের শিকার হয়েছেমোবাইল ডেভেলপার ওয়েবসাইট দেখার সময় কয়েকজন কর্মীর ল্যাপটপ ভাইরাসের মাধ্যমে হ্যাক করা হয়ভাইরাসের উপস্থিতি টের পাওয়ার পরই আক্রান্ত সব ল্যাপটপ ভাইরাসমুক্ত করা হয়এ ছাড়া ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয় এবং এ ব্যাপারে দ্রুত তদন্ত শুরু হয়তদন্ত এখনো চলছে
ফেসবুক জানায়, হ্যাক হলেও এ ঘটনায় সম্ভবত কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়নিকোনো গ্রাহকের কাছ থেকে অভিযোগও পাওয়া যায়নিজানা গেছে, আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট একইভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছেহ্যাকিংয়ের বিষয়টি যেহেতু প্রথম শনাক্ত করা গেছে, সেহেতু এ-সংক্রান্ত তথ্য অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা সতর্ক হতে পারেওয়াশিংটন এসব হামলার জন্য চীনা হ্যাকারদের দায়ী করে থাকেতবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন