বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার নতুন সেবা চালু করেছে। এখন থেকে টুইটার এবার তাদের তথ্য খোঁজার (সার্চ) ফলাফলে পুরোনো বার্তা (টুইট) দেখাবে। সাইটটির সার্চে এর আগে শুধু এক সপ্তাহের মধ্যে থাকা টুইটগুলো দেখা সম্ভব হতো। কিন্তু এখন ব্যবহারকারীরা আরও বেশি দিনের পুরোনো তথ্যও দেখতে পারবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা এখন টুইটারে আগের চেয়ে আরও বেশি তথ্য দেখার সুযোগ পাবে।
সম্প্রতি অ্যাপল অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অ্যাপস, সেই সঙ্গে মোবাইল ডট টুইটার ডট কম এবং টুইটারের স্ট্রিমলাইনের নকশা হালনাগাদ করা হয়েছে।ফলে আগামীতে টুইটের ক্ষুদ্র একটি অংশ সার্চের মাধ্যমে সুন্দরভাবে দেখতে পাবেন। সার্চে টুইট খুঁজে পেতে ফেভারিট, রিটুইট এবং ক্লিকের মতো বিষয়গুলো বিবেচনা করা হবে। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা
নিউজরুম