মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ

0
181
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৭ ফেব্রুয়ারী): আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজমুম্বাইয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথামহিলা ক্রিকেট বিশ্বকাপে এই প্রথমবারের মতো ফাইনালে খেলছে উইন্ডিজরা জাতির এ টুর্নামেন্টে সুপার সিক্স পর্বে অস্ট্রেলিয়াকেই হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্যারিবীয়রাএ নিয়ে ষষ্ঠবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে খেলছে অস্ট্রেলিয়াএ বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্য অজিদেরপাঁচবার মহিলা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখিয়েছে তারাএবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াআজ অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়, নাকি প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ? আজ ফাইনালের মহারণে পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়াসুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক জডি ফিল্ডসের চোখ ষষ্ঠ শিরোপার দিকেইজডি ফিল্ডসের মতে, মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনেক সুবিধা পাবে অস্ট্রেলিয়াফিল্ডস বলেন, ‘আগে এখানে (মুম্বাইয়ে) আমরা খেলেছিটি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছি আমরানিজেদের মেলে ধরার দারুণ আরেকটি সুযোগ এখন আমাদের সামনে২০০৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ফিল্ডসতিনি বলেন, ‘আগে আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছিএই সাফল্য অনুপ্রেরণা জোগাচ্ছে আমাদেরআমরা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততেই মাঠে নামবঅস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কিছুটা দুর্বলতা থাকলেও ফিল্ডস জানিয়েছেন, ফাইনালে নিজেদের সেরাটাই খেলবেন অজি ব্যাটসম্যানরাএদিকে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজের মহিলারা
উইন্ডিজ অধিনায়ক মেরিসা এগুইলেরা বলেন, ‘সত্যিই টুর্নামেন্টটি আমাদের কাছে রোলারকোস্টারের মতোআমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছিফাইনালে আরও ভালো খেলতে আমরা আত্মবিশ্বাসী

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন