দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটের জয় চিটাগং কিংস

0
190
Print Friendly, PDF & Email

স্পোর্টসডেস্ক(১৭ফেব্রুয়ারী):বিপিএলের প্রথমসেমিফাইনাল ম্যাচে গতকাল দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছেচিটাগং কিংসএ জয়ের ফলে দলটি ফাইনালের পথে এক পা এগিয়ে রাখলোপ্রথমসেমিফাইনালে জয় পেলেও সরাসরি ফাইনাল ম্যাচ খেলার টিকিট পাচ্ছে না কিংসরাএবারের নিয়মানুযায়ী রেস টু ফাইনাল ম্যাচে পরাজিত দল সিলেট রয়্যালসের সঙ্গেআজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তারাপক্ষান্তরে চিটাগংয়ের কাছেহারায় টুর্নামেন্টের এখানেই বিদায় ঘণ্টা বেজে গেছে ভাগ্যের জোরে সেমিফাইনালখেলা দুরন্ত রাজশাহীর
শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালম্যাচটিতে টস জিতে চিটাগং কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেনদুরন্ত রাজশাহীর অধিনায়ক মুক্তার আলীব্যাটসম্যানরা নামের প্রতি সুবিচারকরতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানেই থেমে যায় তার দলেররানের চাকাদলীয় ১৭ রানেই চিটাগং কিংসের পেসার তাসকিন আহমেদ দুই ওপেনিংব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি (১৫) ও সিমন ক্যাটিচকে (০) উইকেট ছাড়া করেরাজশাহীকে বিপর্যয়ে ফেলে দেনদলীয় ২৩ রানে তাসকিনের বলেই সরাসরি বোল্ড হয়েউইকেট ছাড়েন জহুরুল হক (১)দলের স্কোরে আর ১৩ রান জমা পড়তেই পেসার জেকবওরামের বলে এক্সট্রা কভার অঞ্চলে মুনাভিরা (১২) তাসকিন আহমেদেরতালুবন্দিহলে চতুর্থ উইকেট হারায় রাজশাহীমাত্র ৩৬ রানেই প্রথমসারির চারব্যাটসম্যানকে হারিয়ে অভাবনীয় ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দলটিমাহমুদুল্লারকরা ইনিংসের ১২তম ওভারের তৃতীয় ও শেষ বল ডিপ মিড-উইকেট দিয়ে খেলতে গিয়েজেসন রয়ের ক্যাচে পরিণত হন ফরহাদ হোসেন (৫) ও জিয়াউর রহমান (০)১২ ওভারে ৬উইকেট হারিয়ে রাজশাহীর রান দাঁড়ায় মাত্র ৫৫! এমন অবস্থা থেকে সপ্তম উইকেটজুটিতে দলকে কিছুটা হলেও টেনে তোলেন শেন ইরভাইন ও মুক্তার আলী৪৩ রানেরপার্টনারশিপ গড়ে দলকে কিছুটা ফাইট দেয়ার সংগ্রহ এনে দেন তারাদলীয় ৯৮ রানেমুক্তার আলীকে (১৮) উইকেট ছাড়া করার মধ্য দিয়ে এ জুটিতে দাঁড়ি টানেন সেইতাসকিন আহমেদশেষ পর্যন্ত ৪৮ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান নিয়ে অপরাজিত থাকেনশেন ইরভাইনতার এ ইনিংসে চারটি চার ও একটি ছক্কার মার রয়েছেচিটাগংকিংসের বোলারদের মধ্যে তিন ওভার বল করে ৩১ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেটনেন পেসার তাসকিন আহমেদদুই ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে দুটি উইকেট নেনস্পিনার মাহমুদুল্লাহ
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১৬ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত জয়নিশ্চিত করে চিটাগং কিংসওপেনিং জুটিতে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে দলকেদারুণ একটি সূচনা এনে দেন জেসন রয় ও নুরুল হাসানএ জুটিতে ফাটল ধরানস্পিনার নাঈম ইসলাম জুনিয়ররয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনিএর আগে ২৪বল খেলে তিন চার ও দুই ছক্কাসহ ৩০ রান করেন রয়দলের স্কোরে আর ৬ রান জমাপড়তেই নাঈমের বলেই নুরুল হাসান (১৪) বোল্ড হলে দ্বিতীয় উইকেট হারিয়েব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় চিটাগংউইকেটের এক প্রান্ত তিন নম্বরে ব্যাটকরতে নামা বোপারা আগলে রাখলেও অপর প্রান্তের ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ারমধ্যেই ব্যস্ত থাকেন
এক পর্যায়ে ১৪.৩ ওভারে কিংসের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৮৭এমন অবস্থায়সপ্তম উইকেট জুটিতে জেকব ওরামকে নিয়ে ২১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়েরবন্দরে পৌঁছান রবি বোপারাশেষ পর্যন্ত ৩০ বল খেলে তিন চারসহ সর্বোচ্চ ৩৪রান নিয়ে অপরাজিত থাকেন বোপারা৮ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন ওরামদুরন্ত রাজশাহীর বোলারদের মধ্যে চার ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেটনেন নাঈম ইসলাম জুনিয়রম্যাচ সেরা হন চিটাগং কিংসের পেসার তাসকিন আহমেদ
আজ একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শুক্রবার রেস টু ফাইনাল ম্যাচেঢাকার কাছে পরাজিত সিলেট রয়্যালসের মুখোমুখি হবে চিটাগং কিংসম্যাচটিতে যেদল জয় পাবে সে দলই মঙ্গলবার ফাইনাল ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখিহবে

সংক্ষিপ্ত স্কোর

দুরন্ত রাজশাহী : ১০৭/৭ (২০ ওভার)ইরভাইন ৪৭*, মুক্তার আলী ১৮, কভেন্ট্রি ১৫ ও মুনাভিরা ১২
বোলিং : তাসকিন ৩১/৪, মাহমুদুল্লাহ ৬/২ ও ওরাম ১৮/১
চিটাগং কিংস : ১০৮/৬ (১৭.২ ওভার)বোপারা ৩৪, জেসন রয় ৩০, নুরুল হাসান ১৪ ও জ্যাকব ওরাম ১০*
বোলিং : নাঈম ইসলাম জুনিয়র ২৫/২, মুক্তার আলী ২০/১, উদানা ২৩/১ ও মনির হোসেন ২১/১
ফল : চিটাগং কিংস ৪ উইকেটে জয়ী

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন