মাইলফলক করেছেন লিওনেল মেসি

0
137
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১ ফেব্রুয়ারী):আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসিগতকাল লা লিগার খেলায় বার্সেলোনার জার্সি গায়ে ক্যারিয়ারের ৩০০তম গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকারতাঁর জোড়া গোলের সুবাদে গ্রানাডার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কাতালানরা
গ্রানাডার বিপক্ষে গতকাল প্রথমেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা২৬ মিনিটে গ্রানাডাকে এগিয়ে দেন ওডিয়নপ্রথমার্ধটা ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করতে হয় টিটো ভিলানোভার শিষ্যদেরদ্বিতীয়ার্ধে একেবারে মরিয়া হয়ে মাঠে নামে বার্সেলোনা৫০ মিনিটে খেলায় সমতা ফেরান মেসি৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে চমত্কার এক গোল করে বার্সেলোনাকে জয়সূচক গোলটাও এনে দিয়েছেন ফিফা বর্ষসেরা এই ফুটবলারএকেবারে শেষমুহূর্তে আরও একটি গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন মেসিকিন্তু তাঁর সেই গোলপ্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন গ্রানাডার গোলরক্ষম টোনো
গ্রানাডার বিপক্ষে এই জোড়া গোলের সুবাদে এখন বার্সেলোনার পক্ষে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩০১টিতেযেভাবে তিনি প্রায় প্রতি ম্যাচেই গোল করে চলেছেন, তাতে কাতালানদের পক্ষে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হতে মেসির খুব বেশি সময় হয়তো লাগবে নাএখন তিনি আছেন এই তালিকার দ্বিতীয় স্থানে৩৬৯টি গোল করে শীর্ষস্থানে আছেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার পাউলিনো আলেসান্দ্রা১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত ৩৫৬ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৩৬৯টি গোল
এবারের স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটি এখনো নিজের দখলেই রেখেছেন লিওনেল মেসিগতকালের জোড়া গোলের পর তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৭টিতে২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোরয়টার্স

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন