স্পোর্টস ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে সাজঘরে ফিরতে হয়েছে অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে উইকেট ছাড়তে হয় ক্যালিসকে। পাকিস্তানি ফিল্ডাররা ক্যাচের আবেদন জানালেও শেষ পর্যন্ত এলবিডব্লিউ দেখিয়ে আউট ঘোষণা করা হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে। পরে এক বিবৃতির মাধ্যমে ভুল স্বীকার করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালোভাবে করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৮৪ রানেই তিন উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন জ্যাক ক্যালিস। দলীয় ১০২ রানের মাথায় সাঈদ আজমলের একটি বলে ফিল্ডাররা প্রথমে ক্যালিসের ক্যাচ আউটের আবেদন জানালে সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার স্টিভ ডেভিস। মাঠের আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিভিউর আবেদন জানায় দক্ষিণ আফ্রিকা। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল কোনোভাবেই ক্যালিসের ব্যাটে লাগেনি। এরপর বেশ কিছু সময় বারবার রিপ্লে দেখার পর ক্যালিসকে এলবিডব্লিউ হিসেবে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার বিলি বাউডেন। আম্পায়ারের এই সিদ্ধান্তে হতবাক হলেও কিছু করার ছিল না ক্যালিসের।ক্ষুব্ধ হয়েই ধরতে হয়েছে সাজঘরের পথ।
তবে পরে আইসিসি স্বীকার করেছে যে ক্যালিসের এই আউটের সিদ্ধান্তটি ভুল ছিল।গতকাল এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বলেছে, ‘রিভিউর আবেদনটা হয়েছিল ক্যাচ আউটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তের পর থার্ড আম্পায়াররা সাধারণ নীতিমালা অনুসরণ করেছেন। কারণ, নীতিমালা অনুসারে থার্ড আম্পায়ারের সব ধরনের আউটের সম্ভাবনাই যাচাই করার কথা। যদিও থার্ড আম্পায়াররা যখন সব ধরনের আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, তখন তাদের ধরে নিতে হবে যে, ব্যাটসম্যানকে মাঠের আম্পায়াররা আউট দেননি। এই কারণে ক্যালিসের ক্ষেত্রে, আউট না দেওয়াটাই উচিত ছিল।’
ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে নানা বিতর্ক জারি ছিল ক্রিকেট বিশ্বে। বিশেষত, ভারত দীর্ঘদিন ধরেই এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। এখন ক্যালিসের এই আউটের সিদ্ধান্তটা হয়তো নতুন করে বিতর্কটা উসকে দেবে। টাইমস অব ইন্ডিয়া।
নিউজরুম