নতুন জীবন শুরু করলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মুনমুন

0
210
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): উপস্থাপক ও অভিনয়শিল্পী রুমানা মালিক মুনমুন বিয়ে করেছেনপাত্র তৌফিক হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগতকাল শুক্রবার রাজধানীর গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল র বিয়ের আনুষ্ঠানিকতাঅনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন
বিয়ে প্রসঙ্গে মুনমুন জানিয়েছেন, ‘বিয়ের সিদ্ধান্তটি পারিবারিকভাবেই হয়েছেনতুন জীবন শুরু করলামসবাই আমাদের জন্য দোয়া করবেন
গত বছরের ১৬ ডিসেম্বর একেবারে ঘরোয়া পরিবেশে মুনমুন ও তৌফিকের আংটি বদলের অনুষ্ঠান হয়
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসেন মুনমুনপরবর্তী সময়ে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও মুনমুনের পরিচিতি হয়ে ওঠে উপস্থাপিকা হিসেবেআর এতেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি

 

নিউজরুম

 

শেয়ার করুন