বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল হ্যান্ডসেটে থাকা কন্ট্যাক্টগুলোর ছবি শনাক্ত করার মাধ্যমে ফোন আনলক করার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে। নতুন এ পদ্ধতিতে ব্যবহারকারীকে বিচ্ছিন্নভাবে একাধিক পরিচিত ব্যক্তির ছবি দেখানো হবে। ব্যবহারকারীকে এদের প্রত্যেককে সঠিকভাবে শনাক্ত করে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে কন্ট্যাক্টগুলোর নাম উচ্চারণ করতে হবে। শুধু ছবি নয়, মাঝে মধ্যে ফোন নম্বর কিংবা ঠিকানাও শনাক্ত করতে হবে ফোন ব্যবহারকারীকে। অবশ্য ফোন আনলক করতে কতগুলো ছবি শনাক্ত করতে হবে, তা নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এসংক্রান্ত একটি পেটেন্ট আবেদন মার্কিন কর্তৃপরে কাছে জমা দিয়েছে অ্যাপল। শুধু এ পদ্ধতি নয়, আরো কিছু উপায়ে আনলক করার পদ্ধতি নিরাপদ করার চেষ্টা চালাচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো ফেস আনলক পদ্ধতিও অনুসরণ করতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাপল নিজস্ব ধরনের ফেস আনলক পদ্ধতি তৈরি করেছে। এ পদ্ধতিতে ব্যবহারকারীর মুখ, নাকের ডগা, চোখসহ মুখের বিভিন্ন অংশের দূরত্বের পাশাপাশি মুখভঙ্গি বিশ্লেষণ করে বৈধতা যাচাই করার পরই আনলক হবে হ্যান্ডসেটটি।
নিউজরুম