বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): গবেষকেরা এবার এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যা সহজেই বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারবে। মাইক্রোসফট রিসার্চ এবং টেকনিয়ন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা একসঙ্গে এ সফটওয়্যারটি তৈরি করেছেন।
মজার এ সফটওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘জ্যোতিষী সফটওয়্যার’। এ সফটওয়্যারের নমুণা নিউইয়র্ক টাইমস এবং উইকিপিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটের আর্কাইভে থাকা তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারবে। নির্মাতারা বলেছেন, দাঙ্গা, মৃত্যু, রোগবালাই এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস তাঁরা এ সফটওয়্যারের মাধ্যমে দিতে সক্ষম হবেন। শুধু তা-ই নয়, এসবের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশ তথ্যই নির্ভুল হবে। দুজন বিজ্ঞানী তাঁদের গবেষণায় বলেছেন, আর্কাইভে থাকা খবর এবং সাম্প্রতিক সময়ের তথ্য ব্যবহার করে তাঁরা আফ্রিকায় ঝড়, খরা এবং কলেরার প্রাদুর্ভাবের একটি সংযোগ দেখাতে সক্ষম হয়েছেন।
গবেষণায় জানা গেছে, এসব তথ্য ছাড়াও সফটওয়্যারটি অন্যান্য পূর্বাভাসের সম্ভাবনা যাচাই করতে পারবে। এটা যেকোনো পরিস্থিতিতে উল্লেখযোগ্যভাবে কম সম্ভাবনার একটি ঘটনাও পর্যবেক্ষণ করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে তা মূল্যায়ন ও বিবেচনা করে শনাক্ত করতে পারবে। এমআইটি টেকনোলজির হরভিটজ বলেন, ‘এর ফলে সহজেই আগে থেকে আসন্ন কোনো কিছু ঘটার ব্যাপারে সতর্ক বা হুঁশিয়ারি হওয়া যাবে। অবশেষে এ ধরনের কাজে জনগণ যেভাবেই হোক তাদের প্রভাব বিস্তার করতে পারবে।’ —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা
নিউজরুম