এবছরই বিয়ের পিঁড়িতে বসতে পারে

0
156
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): শুরুতে নিজের অভিনয়ে চলচ্চিত্র দর্শকদের নাড়া দিয়ে এখন টিভি নাটক নিয়েই শশীর অহর্নিশ পথচলাগ্রাম্য কিংবা শহুরেসব চরিত্রেই শারমীন জোহা শশীকে দর্শকরা প্রাণবন্তভাবে পেয়েছেনতার সাক্ষাত্কার নিয়েছেন মাদিহা মাহনূর
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে আপনি এবছরই বিয়ের পিঁড়িতে বসছেনএ বিষয়ে আপনার মতামত জানতে চাই
আসলে অনেকের কাছে শোনা এই কথাটিই অনেকবার আমার কান পর্যন্তও এসেছেআর শুধু আমার কান পর্যন্তই নয়, আমার পরিবারের সদস্যদের কাছেও এমন একটি বার্তা পৌঁছেছেস্বভাবতই আমার বাবা-মা আর আমার বড় ভাই সূর্যও বিষয়টি নিয়ে এখন পারিবারিকভাবেই ভাবছেনআমি শুধু সম্মতি জানিয়েছি যে, যদি মনের মতো পাত্র পাওয়া যায় তাহলে এ বছর কেন, আজই বিয়ে করবআল্লাহর ইচ্ছেতেই যদি সব হয় তাহলে আমার বিয়েটাও আল্লাহর ইচ্ছেতেই হবেপাত্রী হিসেবে শুধু আমি কবুলবলব, ব্যস
গুণী চিত্রনায়িকা সুচন্দার চলচ্চিত্রের মধ্য দিয়ে আপনার অভিষেক হয়েছিল বড় পর্দায়এ মাধ্যমে নিয়মিত নন কেন?
আসলে সুচন্দা ম্যাডামের হাজার বছর ধরেছবিতে টুনি চরিত্রের পর আমাকে সেভাবে আর বড় পর্দায় পাওয়া যায়নিটুনি চরিত্রটি যে আমার স্বপ্নের চরিত্র তা বলব নাকারণ, যে বয়সে আমি টুনিচরিত্রটিতে অভিনয় করেছি, সেই বয়স পর্যন্ত এই উপন্যাসটিই আমার পড়া হয়ে ওঠেনিছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর আমি টুনিকে নিজের মনের মাঝে লালন করেছি, অভিনয় করেছিআর ম্যাডাম আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেনযখন কাজ করেছি তখন মনে হয়েছে যে, আসলে এমন একটি চরিত্র দিয়ে আমার অভিষেক হচ্ছেযা অনেক পঠিতএই ছবিটির পর খিজির হায়াত খানের অস্তিত্বে আমার দেশছবিতে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের স্ত্রী বীরজায়া মিলি রহমানের চরিত্রে আমি অভিনয় করেছিএটিও বেশ আলোচিত ছবি ছিলকিন্তু এরপর যেসব ছবিতে কাজ করেছি সেগুলোর আসলে শেষ পরিণাম কী হবে আমি জানি না
এরপর তো আরও দুটি ছবি শুরু করেছিলেন?
হ্যাঁ, একটি মোরশেদুল ইসলামের বৃষ্টির দিন’, অন্যটি শফিকুল ইসলাম ভৈরবীরসোয়া চান পাখিবৃষ্টির দিন ছবিতে আমার বিপরীতে ছিলেন অপূর্বকয়েকদিন শুটিং হওয়ার পর কেন যে এই ছবির কাজ থেমে গেল জানি নাতবে ভৈরবী স্যারের ছবিটির কাজ এখনও চলছেমানে বিগত প্রায় তিন বছর ধরে এই ছবির শুটিং চলছে তো চলছেইকবে শেষ হবে তাও জানি না
শুনেছি চাষী নজরুল ইসলামের একটি ছবিতেও আপনি কাজ করবেন?
চাষী স্যার আমাকে ডেকেছিলেনআমি তার সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য কথা বলেছিযেহেতু এখনও চূড়ান্ত হয়নি তাই কাজ করছি কিনা তা এখনই বলতে পারছি নাতবে চাষী স্যারের ছবিতে কাজ করার প্রবল ইচ্ছে আছে আমার
বিজ্ঞাপনচিত্রে আপনার একেবারেই উপস্থিতি নেইকিন্তু কেন?
অনেকেরই স্বপ্ন থাকে ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হয়ে রাতারাতি তারকা হওয়ারআমার কিন্তু সেই স্বপ্ন কখনোই ছিল নাআমি সবসময় চেয়েছি আমার কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হতেযে কারণে অভিনয়ই ছিল আমার মূল লক্ষ্যসেভাবেই আমি এখনও এগিয়ে চলছিআমি অনেককেই দেখেছি মডেল হিসেবে কাজ করতে এসে পরে নাটকেই বেশি অভিনয় করছেনযারা এমন করছেন তারা আসলে নিজেরা কী করবেন না করবেন, সে ব্যাপারেই শুরুতে সিদ্ধান্তহীনতায় ভোগেনআমি কখনোই সিদ্ধান্তহীনতায় ভুগিনিতবে হ্যাঁ, ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে আমারও কাজ করার ইচ্ছে আছেকিন্তু কোনো নাটকের শিডিউল ফাঁসিয়ে নয়, অন্য অনেকের মতোআমার প্রফেশনের জায়গাটাকে আমি খুব শ্রদ্ধা করিকারণ, এখান থেকেই আমার বেঁচে থাকার আহার সংগ্রহ হয়তাই কাজ নিয়ে আমি লুকোচুরি করতে চাই না, পারবও না
এবার একটু ভিন্ন প্রসঙ্গজীবনের প্রয়োজনে মানুষ অনেক সময়ই অতীত ভুলে যায়, অনেক কিছুকেই অস্বীকারও করতে শেখেমানুষ হিসেবে আপনি এ বিষয়টি কীভাবে দেখেন?
যারা অতীতকে ভুলে যায় তারা কি সত্যিকার অর্থে মানুষ? আমার মনে হয় না তারা মানুষআমি আমার অতীতের সুন্দর দিনগুলোর কথা প্রতিটি মুহূর্তেই ভাবিআমার ভাবনায় চলে আসে প্রায়ই আমার রংপুরের সেই হাসিখুশি দিনগুলোমনে পড়ে অনামিকা, সুইটি, আঁখি, সুমি, ইতির কথাযারা আমার স্কুলজীবনের বন্ধুমনে পড়ে স্যারদের কথামনে পড়ে আরও কত কী! জীবনের এই যে ফেলে আসা দিনগুলোএগুলোকে যেমন অস্বীকার করা যায় না, ঠিক তেমনি ভোলাও যায় না

 

নিউজরুম

 

শেয়ার করুন