জনপ্রিয় বাংলা ব্লগ

0
151
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১ ফেব্রুয়ারী):জনপ্রিয় বাংলা ব্লগ প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) ১২০ ব্লগারের লেখা নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আলোর মিছিলগত বুধবার পয়লা ফাল্গুনের সন্ধ্যায় এ বইয়ের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী চৌধুরী, ব্লগার নীলসাধু, শাহিদুল হক, স্বপ্নের ফেরিওয়ালা, আল ইমরান, আবু হেনা মোস্তফা কামাল, পাশাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্লগাররাএকই সঙ্গে প্রথম আলো ব্লগের পাঁচ কবির লেখা বই এক ঝাঁক জোনাক-এর মোড়ক উন্মোচন করা হয়এক রঙা এক ঘুড়ি প্রকাশিত এ দুটি বই পাওয়া যাবে বইমেলার লিটলম্যাগ চত্বরে আগুনমুখা এবং গদ্যপদ্য স্টলে (স্টল নম্বর-২৭৭)ঘরে বসেই বইটি পেতে দেখুন: www.rokomari.comনিজস্ব প্রতিবেদক

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন