ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত কোনো গণতান্ত্রিক দল নয়। বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
ব্লগার আহমেদ রাজীব হায়দারের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শনিবার বিকেলে তাঁর মিরপুরের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই ছাড় পাবে না। রাজীব হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে দেশবাসীর সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।
বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজিবদের পল্লবীস্থ বাসায় পৌঁছান এবং ২৫ মিনিট অবস্থান করেন।
তিনি রাজিবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের সমবেদনা জানান। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাজিবের মরদেহ দেখতে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে পরে রাজিবের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সমবেদনা জানাতে রাজীবের মিরপুরের বাসায় যান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও ঘটনাস্থলে পরিদর্শন করে রাজীবের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বজ্রকঠিন শপথে অনড় ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন শুক্রবার রাতে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। রাতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বাসায় ফেরার পথে মিরপুরের পলাশনগর এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শোভনকে হত্যা করে। এ ঘটনায় মামলা হয়েছে।
রাজিব বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে পাস করা একজন প্রকৌশলী। তার বয়স ছিল ৩৫ বছর।
তার পরিবারের সদস্যরা ঘটনার পরপরই এ হত্যাকাণ্ডে জামায়াত-শিবির সরাসরি জড়িত বলে অভিযোগ করে।
এদিকে জামায়াত-শিবিরবিরোধী অবস্থান নেওয়ায় রাজিবকে খুন করা হয়েছে বলে দাবি করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন খুনিদের গ্রেফতার দাবি করেছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৩