সিলেট: দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রোববার সিলেট জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত-শিবির সিলেট জেলা ও মহানগর শাখা।
কক্সবাজারে জামায়াত-শিবিরের চার কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে শনিববার সকাল ১০টায় নগরীর চৌহাট্টা এলাকায় শিবির মিছিল বের করে। পুলিশের ওপর হামলা করলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
এ সময় পুলিশের গুলিতে দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হন বলে জামায়াত দাবি করে।
জামায়াতের সিলেট মহানগর শাখার আমীর অ্যাড. এহসান মাহমুদ জোবায়ের হরতালর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ শিবির নেতাকে ঢাকায় নেওয়া হয়েছে।
জোবায়ের বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে গুলি বর্ষণ করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।”
ফেব্রুয়ারি ১৬,২০১৩