মগবাজার ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

0
105
Print Friendly, PDF & Email

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মগবাজার-মৌচাক (সমন্বিত) ফ্লাইওভার নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করবে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় হাতিরঝিল সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠ‍ানের মাধ্যমে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আসাদুজ্জামান খান কামাল, রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান উপস্থিত ছিলেন।

এলজিইডি সূত্র জানায়, চারলেন বিশিষ্ট এ ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য ৮ দশমিক ২৫ কিলোমিটার এবং এটি নির্মাণে ব্যয় হবে ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৩৭৫ কোটি ২৫ লাখ টাকা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ১৯৬ কোটি ৯৮ লাখ টাকা ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)`র কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। অবশিষ্ট ২০০ কোটি ৪৭ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে।

দু`বছর মেয়াদী মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অভিমুখে যানবাহন চলাচল সহজসাধ্য এবং বিশেষত সাতরাস্তা, এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার রেল ক্রসিং এলাকায় যানবাহন চলাচল ক্ষমতা বৃদ্ধি পাবে।

 ১৬ ফেব্রুয়ারি ২০১৩

শেয়ার করুন