আর্ন্তজাতিক ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকও যদি সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকে তাহলে তার ওপরও ড্রোন হামলার সিদ্ধান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেেিত প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন হামলার ব্যাপারে স্বচ্ছতা অবলম্বনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, মার্কিন ভূখণ্ডে তাদের নাগরিকদের বিরুদ্ধে কখনো ড্রোন ব্যবহার করা হবে না।
গোপন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে নিজের মতার অপব্যবহার করছেন না বলে মার্কিন জনগণকে আশ্বস্ত করতে চান তিনি। এ বিষয়ে জনগণকে আরো বেশি তথ্য জানানো হবে বলেও অঙ্গীকার করেছেন ওবামা।
বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকও যদি সন্ত্রাসবাদে যুক্ত থাকে তাহলে তার ওপরও ড্রোন হামলার সিদ্ধান্ত বিষয়ে চলমান আলোচনা-সমালোচনার পরিপ্রেেিত বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
ওবামাবিরোধীরা বলছেন, বিদেশের মাটিতে সন্ত্রাসবাদে যুক্ত মার্কিনিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের গোপন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জনগণকে আরো বিস্তারিতভাবে অবহিত করা প্রয়োজন।এই বিতর্কের অবসান ঘটাতেই ওবামা এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমেরিকার নাগরিকদের ওপর আমেরিকার মাটিতে কখনো ড্রোন ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ওবামা। বৃহস্পতিবার অনলাইনে ভিডিওর মাধ্যমে এক প্রশ্নোত্তরপর্বে অংশ নিয়ে ওবামা এসব কথা বলেন। গুগল এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করে।
নিউজরুম