ব্লগার রাজীবকে হত্যা করে রাজাকার চরিত্র নতুন করে উন্মোচন করেছে

0
154
Print Friendly, PDF & Email

ঢাকা: শাহবাগে গণজাগরণ মঞ্চে সক্রিয় বিক্ষোভকারী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।একই সঙ্গে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী।শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তিনি রাজীবের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও গণজাগরণ মঞ্চের সকল আন্দোলনকর্মী ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শিক্ষামন্ত্রী বলেন,  “শহীদ রাজীব ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। তাকে হত্যা করে জামায়াত-শিবির তাদের স্বাধীনতাবিরোধী পুরনো খুনি রাজাকার চরিত্র নতুন করে উন্মোচন করেছে। এদের প্রতিরোধে সমাজের সর্বস্তরে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।” রাজীবকে একজন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, “তাকে যারা জবাই করে হত্যা করেছে অবিলম্বে তাদের খুঁজে বের করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
 ফেব্রুয়ারি ১৬, ২০১৩

শেয়ার করুন