হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

0
102
Print Friendly, PDF & Email

ঢাকা: আঠারো দলীয় জোট ভাঙেনি, আরো শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবনে মহানগর বিএনপি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “১৮ দলীয় জোটের ভাঙন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ১৮ দল ভাঙেনি বরং এর ঐক্য অটুট আছে এবং আগামীতে এ জোটকে আরো শক্তিশালী করে জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে এবং আমাদের বিজয় হবে।”

পুলিশ, র‌্যাব দিয়ে সরকার ভীতি ছড়িয়ে দিতে চায় এমন অভিযোগ করে তিনি বলেন, “কেউ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য পুলিশ- র‌্যাব দিয়ে ভীতির সৃষ্টি করতে চায়। পুলিশ রাস্তায় ফাঁকা গুলি ছুড়ছে। কয়েকদিন ধরে পুলিশের আচরণে মনে হয় আমরা ফিলিস্তিন বা পাকিস্তানে বসবাস করছি। কিন্তু হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকা যায় না—এ শিক্ষা আওয়ামী লীগ শিক্ষা নেয়নি।”

মির্জা ফখরুল বলেন, “দেশে একটি ক্রান্তিকাল চলছে। আগামীতে দেশপ্রেমিক শক্তি না আধিপত্যবাদী শক্তি জয়লাভ করবে তা বলা যাচ্ছে না। তবে সরকারের ব্যর্থতায় জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এ সরকারকে আর দরকার নেই।”

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, “পুলিশ, র‌্যাব আর শত শত সিসি ক্যামেরা দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু এরা যখন নীরব হয়ে যাবে তখন জনগণের বিজয় হবে।”

আওয়ামী লীগের নেতারা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে—এমন মন্তব্য করে তিনি বলেন, “এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না।”

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননদের উদ্দেশে ফখরুল বলেন, “নিজেরা গণতন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমে বিএনপিকে পবিত্র হতে বলছেন। মুক্তিযোদ্ধের পর আওয়ামী লীগের হাতে আপনাদের কতজন নেতাকর্মী খুন হয়েছে তা আপনাদের বলতে হবে। আর দয়া করে নৌকাটা ছেড়ে নির্বাচনে আসুন দেখেন কয়টা ভোট পান।”

সরকারের নির‌্যাতনে দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন মন্তব্য করে তিনি বলেন, “সরকারের পতনের জন্য এবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। কারণ বিএনপির দিকে দেশের জনগণ তাকিয়ে আছে।”

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

 ফেব্রুয়ারি ১৬, ২০১৩

শেয়ার করুন