ভালোবাসা মনের গভীরে প্রোথিত

0
170
Print Friendly, PDF & Email

ফেব্রুয়ারি, ২০১৩: ভালোবাসা আর ভালো লাগা এক জিনিস নয়কাউকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা মনের গভীরে প্রোথিতভালোবাসায় শিহরণ জাগেএই আবেগ মূলত মনের বিষয়এটা এত আকস্মিক ও অনাস্বাদিতপূর্ব এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ কঠিনপ্রেমের প্রথম দিকের মহূর্তগুলো প্রায়ই নির্বাক হয়মুখে কথা ফোটে নাশুধু চোখে চোখ, এতেই অনেক কথার প্রকাশ ঘটেকিন্তু প্রশ্ন হলো, প্রেমের আবেগ কথায় ফুটিয়ে তোলা কঠিন কেন? কারণ আমাদের মস্তিষ্কের দুই পাশ দুই ভিন্ন ধরনের কাজ পরিচালনা করেচেহারা চেনা, আবেগ-অনুভূতি, সংগীত উপভোগ প্রভৃতির সঙ্গে মস্তিষ্কের ডান অংশ সম্পৃক্ত, আর বাম অংশ মূলত যুক্তি, বিশ্লেষণমূলক চিন্তা, ভাষা প্রভৃতির সঙ্গে সম্পর্কিতপ্রেমের আবেগ আর ভাষায় তার প্রকাশ ঘটানোর কাজ দুটি মস্তিষ্কের দুই অংশের অন্তর্ভুক্ত বলে এ দুইয়ের তাক্ষণিক সম্মিলন অনেক সময় বিলম্বিত হয় বলে মনোবিজ্ঞানীরা মনে করেনসে জন্যই প্রেমিক- প্রেমিকা অনেক সময় আবেগে বাকরুদ্ধ হয়ে পড়ে

 

শেয়ার করুন