বাংলাদেশ থেকে নিচ্ছেন কণ্ঠশিল্পী ওয়াকিল

0
147
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): কলকাতায় ব্রিটিশ কাউন্সিল আয়োজন করেছে ফোক নেশনসকর্মশালা১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ভেদিক ভিলেজে আয়োজিত এ কর্মশালায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সংগীতশিল্পীরাতাঁদের পরিবেশনা দর্শকেরা দেখতে পাবেন কাল রোববার, এলগিন স্ট্রিটেসঙ্গে আছেন ঢোলবাদক শফিক মিয়া
ই-বার্তার মাধ্যমে কলকাতা থেকে ওয়াকিল জানান, কর্মশালায় বাংলাদেশের লোক ও বাউলগান নিয়ে নিরীক্ষাধর্মী কিছু কাজ তিনি উপস্থাপন করছেন
আগামীকাল আয়োজিত অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও ব্রিটিশ বাদ্যযন্ত্রশিল্পীদের সঙ্গে ফিউশন সংগীত পরিবেশন করবেন ওয়াকিল
ফোক নেশনসব্রিটিশ কাউন্সিলের তিন বছরের একটি কর্মসূচিএ কর্মসূচির আওতায় ব্রিটেনের শিল্পীরা তাঁদের লোকসংগীতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লোকসংগীতের সম্মিলন ঘটাচ্ছেনগত জানুয়ারিতে ফোক নেশনসকর্মসূচির প্রথম আয়োজনটি হয়েছিল ঢাকায়

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন