বিনোদন ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): কলকাতায় ব্রিটিশ কাউন্সিল আয়োজন করেছে ‘ফোক নেশনস’ কর্মশালা। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ভেদিক ভিলেজে আয়োজিত এ কর্মশালায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সংগীতশিল্পীরা। তাঁদের পরিবেশনা দর্শকেরা দেখতে পাবেন কাল রোববার, এলগিন স্ট্রিটে। ‘সঙ্গে আছেন ঢোলবাদক শফিক মিয়া।
ই-বার্তার মাধ্যমে কলকাতা থেকে ওয়াকিল জানান, কর্মশালায় বাংলাদেশের লোক ও বাউলগান নিয়ে নিরীক্ষাধর্মী কিছু কাজ তিনি উপস্থাপন করছেন।
আগামীকাল আয়োজিত অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও ব্রিটিশ বাদ্যযন্ত্রশিল্পীদের সঙ্গে ফিউশন সংগীত পরিবেশন করবেন ওয়াকিল।
‘ফোক নেশনস’ ব্রিটিশ কাউন্সিলের তিন বছরের একটি কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ব্রিটেনের শিল্পীরা তাঁদের লোকসংগীতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লোকসংগীতের সম্মিলন ঘটাচ্ছেন। গত জানুয়ারিতে ‘ফোক নেশনস’ কর্মসূচির প্রথম আয়োজনটি হয়েছিল ঢাকায়।
নিউজরুম