তৈজসপত্রের বাজার ছোট হয়ে আসছে

0
149
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১৬ ফেব্রুয়ারী): সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের রুচির পরিবর্তন ঘটছেএকসময়কার কাঠ বা গ্রিল বাদ দিয়ে মানুষ এখন ঘরবাড়ি কিংবা সুউচ্চ দালানে অ্যালুমিনিয়াম ও কাচের দরজা-জানালা ব্যবহার হচ্ছেদিন দিন এসব পণ্যের চাহিদাও বাড়ছেআর এর প্রায় সবটুকুই দেশের শিল্পগুলোই জোগান দিচ্ছে
অ্যালুমিনিয়ামের তৈজসপত্র দেশে উপাদন হচ্ছে স্বাধীনতার আগ থেকেইতবে স্বাধীনতার পরপরই ধীরে ধীরে তৈজসপত্র তৈরি ও বাজার সম্প্রসারণে নেতৃত্ব করতে থাকে অ্যালুমিনিয়ামের উপাদিত পণ্যকিন্তু সাম্প্রতিককালে প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের পণ্যসামগ্রীর কারণে প্রতিযোগিতায় পড়েছে এই শিল্পউদ্যোক্তাদের মতে, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র শিল্পটি এখন রুগ্ণ হয়ে যাচ্ছে
দুই উপখাতের চিত্র বিপরীতমুখীঅ্যালুমিনিয়াম খাতে নতুন পণ্য তৈরির দিকে এগোচ্ছেআর পুরাতন তৈজসপত্রের বাজার ছোট হয়ে আসছেতারপরও সামগ্রিকভাবে অ্যালুমিনিয়াম শিল্পোদ্যোক্তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকাও রাখছেনএ ক্ষেত্রে উন্নতমানের পণ্যসামগ্রী উপাদনে তাঁদের ঈর্ষণীয় সাফলতাও রয়েছেসরকারের সুনজর পেলে দেশের চাহিদা পূরণ করে এসব পণ্য বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভবএমনটাই মনে করেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা
অ্যালুমিনিয়ামের তৈরি দরজা-জানালার কাঠামো, পার্টিশন, বিভিন্ন ধরনের আসবাবপত্রের কাঠামো জাতীয় পণ্যকে বলা হয় অ্যালুমিনিয়াম প্রোফাইলজানা যায়, দেশের অভ্যন্তরে এ জাতীয় পণ্যের বার্ষিক চাহিদা প্রায় ৩০ হাজার টনটাকার অঙ্কে যা প্রায় এক হাজার ২০০ কোটি টাকার মতোআর এর প্রায় ৯০ থেকে ৯৫ ভাগই জোগান দিচ্ছে দেশীয় শিল্পগুলো
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, কাই অ্যালুমিনিয়াম, পিএইচপি গ্রুপ, নিক্কি থাই, বিক্রমপুর ও ঢাকা থাইসহ ৮-১০টি প্রতিষ্ঠান এই অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি করেএসব পণ্যের মূল কাঁচামাল হচ্ছে অ্যালুমিনিয়াম ইনগটএই কাঁচামাল আসে জাপান, কোরিয়া, মালয়েশিয়া ও চীন থেকেএ ছাড়া পণ্যে রং করতে ১২ থেকে ১৪ ধরনের রাসায়নিক পদার্থ বিদেশ থেকে আনতে হয়
দেড় বছর আগে অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরি শুরু করে পিএইচপি গ্রুপবর্তমানে দৈনিক ১২ টন পণ্য উপাদন করে পিএইচপিশিল্পে ২৫০ জনের কর্মসংস্থান হয়েছেদীর্ঘদিন ধরে উন্নতমানের কাচ প্রস্তুত করে আসছে পিএইচপিএই কাচের পণ্যের পরিপূরক হিসেবেই অ্যালুমিনিয়াম পণ্য উপাদনে আসে প্রতিষ্ঠানটিতারা শিগগিরই ভারতের কলকাতায় অ্যালুমিনিয়াম রপ্তানিও করবে জন্য সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন এক কর্মকর্তা
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, জনসংখ্যার সঙ্গে বাসস্থানের প্রয়োজনীয়তাও পাল্লা দিয়ে বাড়ছেএ জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ দরকারতাই অ্যালুমিনিয়াম প্রোফাইলের চাহিদা দিন দিনই বাড়ছেদেশের শিল্পগুলো বেশ ভালোভাবেই তা মেটাতে সক্ষম হচ্ছেতিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুসংকটের কারণে আমাদের বেগ পেতে হচ্ছেটাকা নিয়ে বসে থাকলেও আমরা গ্যাস সংযোগ পাচ্ছি নাঅবকাঠামোগত এই সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি
অ্যালুমিনিয়াম প্রোফাইলের চাহিদা দিন দিন বাড়লেও উল্টো ঘটনা ঘটছে তৈজসপত্র উপাদন শিল্পেপ্লাস্টিকের আকর্ষণীয় পণ্যের জনপ্রিয়তায় অ্যালুমিনিয়ামের জগ, গ্লাস, মগ, বালতি ইত্যাদির উপাদন কমিয়ে দিয়েছেন উদ্যোক্তারাতবে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, কড়াই, কলসসহ বিভিন্ন ধরনের তৈজসপত্রের এখনো ব্যাপক চাহিদা আছেএসবের মূল ক্রেতা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
বাংলাদেশ অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক সমিতির দেওয়া তথ্যমতে, সারা দেশে অন্তত ৩০০টি তৈজসপত্র উপাদনকারী কারখানা আছেএসব কারখানা রাজধানীর শ্যামপুর ও কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের পাগলা ও পঞ্চবটি ছাড়াও সাভার, ধামরাইতে গড়ে উঠেছেআর এসব তৈজসপত্রের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে রাজধানীর মিটফোর্ড এলাকায়
সংশ্লিষ্টরা জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বিহার ও মধ্যপ্রদেশ থেকে এসে কয়েকজন লোক বাংলাদেশে প্রথম অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরি শুরু করেনমুক্তিযুদ্ধের পর এসব কারখানা চলে আসে বাঙালিদের হাতেনতুন অনেক উদ্যোক্তাও যুক্ত হন এর সঙ্গে
সমিতির সাধারণ সম্পাদক এ টি মোস্তফা হিন্দাল বলেন, নানা কারণে অ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পটি রুগ্ণ হয়ে পড়েছেসরকারের এ ব্যাপারে কোনো চিন্তা-ভাবনাও নেইকিন্তু সম্ভাবনাময় পরিবেশবান্ধব এই খাতটিও দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখছেতিনি বলেন, ‘কাঁচামাল আমদানিতে আমাদের ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়তার ওপর বিদ্যু ও গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে কারণে পণ্যের দাম হু হু করে বাড়ছেতিনি এ শিল্পগুলো বাঁচাতে কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমানো প্রয়োজন বলে মত দেন
নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্যোক্তা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক তৈজসপত্র তাঁরা তৈরি করতে পারছেন নাসে জন্য বিদেশের বাহারি পণ্য দেশে ঢুকছেআকর্ষণীয় হওয়ায় দেশের ভোক্তারা তা কিনছেনআর কোণঠাসা হয়ে পড়ছে দেশীয় পণ্যএ জন্য তিনি প্রযুক্তিনির্ভর আধুনিক পণ্যসামগ্রী তৈরিতে সরকারের সহযোগিতা কামনা করেন

 

নিউজরুম্

 

শেয়ার করুন