আবার জীবনীভিত্তিক চরিত্রে বিদ্যা বালান

0
125
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৬ ফেব্রুয়ারী): আবার জীবনীভিত্তিক চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালানসিল্ক স্মিতার ডার্টি পিকচার থেকে একদমই আলাদা হবে এটিভারতরত্ন পাওয়া শাস্ত্রীয় সংগীতশিল্পী সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করবেন তিনি
ডার্টি পিকচার ছবির মতো শুধু ওজন বাড়ালেই চলবে না, এই শিল্পীর জীবনের ১৮ থেকে ৮৮ বছর বয়স পর্যন্ত সময়টা পর্দায় ফুটিয়ে তুলতে হবে বিদ্যাকেতবে বিদ্যা চেয়েছিলেন লতা মুঙ্গেশকরের জীবনীতে অভিনয় করতেপরিচালক রাজীব মেনন মনে করছেন, সুব্বুলক্ষ্মীর চরিত্রে বিদ্যাই সবচেয়ে মানানসই
৭০ কোটি রুপির বাজেটের এই ছবিটি নির্মিত হবে তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায়আইএএনএস

 

নিউজরুম

 

শেয়ার করুন