নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার ৫নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাশিদুল ইসলামের পদত্যাগ এবং নাটোর জেলা বিএনপির সভাপতি এড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবীতে সমাবেশ করেছে ওই ইউনিয়নের তুণমূল নেতারা।
শুক্রবার বিকেলে চামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।চামারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জামসেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন.উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নূরুনবী ফারুক তারা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, চামারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সহ যুগ্ন সম্পাদক মো. আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক নেতা মো. সাইফুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ কালু ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ বাচ্চু।
বক্তারা চামারী ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মো. জোবায়ের হোসেন। সম্পাদনা,আনোয়ার হোসেন আলীরাজ নিউজ এডিটর: আপলোড ১৫ ফেব্রুয়ারী ২০১৩