স্মার্টফোনের জনপ্রিয়তা বারছে

0
345
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৫ ফেব্রুয়ারী): বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৩ সালে স্মার্টফোন বিক্রি ১০০ কোটি ইউনিট ছাড়াবেস্মার্টফোনের জনপ্রিয়তার কারণেই ফিচার ফোন বা সাশ্রয়ী দামের ফোনের প্রতি আগ্রহ কমেছে মানুষেরবাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষকেরা আশা করছেন, ২০১৩ সালে বিক্রির হিসাবে ফিচার ফোনকে ছাড়িয়ে যাবে স্মার্টফোনএক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১২ সালে মোট মোবাইল ফোন বিক্রি হয়েছিল ১৭৫ কোটি ইউনিট যা ২০১১ সালের তুলনায় ১.৭ শতাংশ কমএ বছরে মোবাইল ফোনের বাজারে অ্যাপল ও স্যামসাং শীর্ষে অবস্থান করেছে২০১২ সালে ৩৮ কোটি ৫০ লাখ মোবাইল ফোন বিক্রি করেছে স্যমসাং যার মধ্যে ৫৩.৫ শতাংশ স্মার্টফোনআর অ্যাপল বিক্রি করেছে ১৩ কোটি ইউনিট আইফোনতালিকায় তৃতীয় অবস্থানটি চীনের হুয়াউয়ের
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৩ সালে ১৯০ কোটি ইউনিট মোবাইল ফোন বিক্রি হবে যার মধ্যে মধ্যে ১০০ কোটি হবে স্মার্টফোনতবে ২০০৯ সালের পর ২০১২ সালে এসে মোবাইল বিক্রির পরিমাণ কমেছে বলেই জানিয়েছেন গার্টনারের বিশ্লেষকেরা

 

নিউজরুম

 

শেয়ার করুন