বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৫ ফেব্রুয়ারী): ভ্যালেনটাইস ডেতে প্রেমিককে ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে ডিজিটাল বিলবোর্ড ভাড়া করেছিলেন যুক্তরাজ্যের লরা নামের এক নারী। ‘দ্য সান’ পত্রিকায় এ তথ্য জানানো হয়েছে।
ভ্যালেনটাইনস ডে পালনে অনেকেই হয়তো ফুল, চকলেট, প্রযুক্তিপণ্য উপহার দিয়েছেন প্রিয়জনকে। তবে উপহার নয়, ম্যানচেস্টারের বাসিন্দা লরা তাঁর প্রেমিককে ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে একটি বড় ডিজিটাল বিলবোর্ড ভাড়া করেন।
লরা বিলবোর্ডে জানান, তিনি এবারের ভ্যালেনটাইনস ডেতে নতুন একজন মনের মানুষ খুঁজে পেয়েছেন, তাই ছেড়ে যাচ্ছেন তাঁর পুরোনো প্রেমিক গ্রেকে।
লরা বিলবোর্ড ভাড়া করে তাতে বলেন, ‘গ্রে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। তোমার জিনিস বুঝে পাবে, আমি লকার পরিবর্তন করে ফেলেছি। ভ্যালেনটাইনস ডেতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য দুঃখিত।’
প্রেমিক বেচারা ড্যান, প্রতিদিন ওই বিলবোর্ডের পাশ দিয়েই তাকে যেতে হয়।ভ্যালেনটাইনস ডেতে লরার বিলবোর্ডে লেখা বার্তা পেয়ে ভেঙে পড়েন ড্যান।
বিলবোর্ডে পুরোনো প্রেমিককে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে ভ্যালেনটাইনস ডে লরার যতটা ভালো কেটেছে, ড্যানের ক্ষেত্রে হয়তো তার ঠিক উল্টাটাই হয়েছে!
নিউজরুম