বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৫ ফেব্রুয়ারী):অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনতে পারে হিউলেট প্যাকার্ড বা এইচপি।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান এ ইঙ্গিত দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট।
এইচপির একটি সূত্রের বরাতে ভেঞ্চারবিট জানিয়েছে, এনভিডিয়ার তৈরি টেগ্রা ৪ প্রসেসরনির্ভর অ্যান্ড্রয়েড ট্যাব তৈরির পরিকল্পনা করেছে এইচপি। এ ছাড়াও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এ পণ্যগুলো অ্যাপলের আইপ্যাড বা আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বাজারে ছাড়বে এইচপি।
এর আগে এক সাক্ষাত্কারে মেগ হুইটম্যান জানিয়েছিলেন, ‘আমরা স্মার্টফোন তৈরি করতেই পারি। কারণ, পৃথিবীর অনেক দেশে এখন কম্পিউটার বা ট্যাবলেটের পরিবর্তে স্মার্টফোন ব্যবহূত হচ্ছে। এইচপি কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে এ সুযোগ নিয়ে স্মার্টফোন ও ট্যাবলেট তৈরি করতে পারে।’
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই হয়তো এইচপির ট্যাবলেট বা স্মার্টফোন বাজারে আসবে না। ২০১৪ সাল নাগাদ ট্যাবলেট বা স্মার্টফোনের বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড না উইন্ডোজ? এইচপি কোন প্ল্যাটফর্মে স্মার্টফোন ও ট্যাব তৈরি করবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। উইন্ডোজ প্ল্যাটফর্ম বেছে নিতেই বিশ্লেষকেদের পরামর্শ। তবে জনপ্রিয় ও সাশ্রয়ী অ্যান্ড্রয়েড যে সফলতার চাবি তা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দেখিয়ে দিয়েছে।
নিউজরুম