টানা নয় বছর চুটিয়ে প্রেম করার পর চেনেন না বিপাশা

0
159
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৫ ফেব্রুয়ারী):টানা নয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন বলিউডের বহুল আলোচিত তারকা জুটি বিপাশা বাসু ও জন আব্রাহামঅথচ সাবেক প্রেমিককে চেনেন না বলেই সম্প্রতি দাবি করলেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সাক্ষাত্কার দেওয়ার সময় বিপাশাকে জন সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘কে? আমি ওই লোককে চিনি নাএক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ ব্যুরো
রাজছবির সহ-অভিনেতা ডিনো মরিয়ার সঙ্গে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রেম করেছেন বিপাশাডিনোর সঙ্গে বিচ্ছেদের পরপরই তিনি জিসমছবির সহ-তারকা জন আব্রাহামের সঙ্গে প্রণয়ে জড়ান২০০৩ সালে মুক্তি পাওয়া ছবিটির শুটিং চলাকালে তাঁদের মধ্যে সখ্য গড়ে উঠেছিলকিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম২০১১ সালে সম্পর্ক ভাঙার ঘোষণা দেন বলিউডের সুপারকাপলতকমা পাওয়া জন আর বিপাশা
বিপাশার সঙ্গে প্রেমের যবনিকাপাতের পর ব্যাংকার প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রণয়ে জড়ান ৪০ বছর বয়সী জনযুক্তরাষ্ট্রপ্রবাসী প্রিয়ার সঙ্গে জনের প্রথম সাক্ষাত্ হয়েছিল ২০১০ সালের ডিসেম্বরেঅন্যদিকে, এখন পর্যন্ত নতুন মনের মানুষের সন্ধান পাননি ৩৪ বছর বয়সী বিপাশা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন