বিনোদন ডেস্ক(১৫ ফেব্রুয়ারী):টানা নয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন বলিউডের বহুল আলোচিত তারকা জুটি বিপাশা বাসু ও জন আব্রাহাম। অথচ সাবেক প্রেমিককে চেনেন না বলেই সম্প্রতি দাবি করলেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা।
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সাক্ষাত্কার দেওয়ার সময় বিপাশাকে জন সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘কে? আমি ওই লোককে চিনি না।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ ব্যুরো।
‘রাজ’ ছবির সহ-অভিনেতা ডিনো মরিয়ার সঙ্গে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রেম করেছেন বিপাশা। ডিনোর সঙ্গে বিচ্ছেদের পরপরই তিনি ‘জিসম’ ছবির সহ-তারকা জন আব্রাহামের সঙ্গে প্রণয়ে জড়ান। ২০০৩ সালে মুক্তি পাওয়া ছবিটির শুটিং চলাকালে তাঁদের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। ২০১১ সালে সম্পর্ক ভাঙার ঘোষণা দেন বলিউডের ‘সুপারকাপল’ তকমা পাওয়া জন আর বিপাশা।
বিপাশার সঙ্গে প্রেমের যবনিকাপাতের পর ব্যাংকার প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রণয়ে জড়ান ৪০ বছর বয়সী জন। যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রিয়ার সঙ্গে জনের প্রথম সাক্ষাত্ হয়েছিল ২০১০ সালের ডিসেম্বরে। অন্যদিকে, এখন পর্যন্ত নতুন মনের মানুষের সন্ধান পাননি ৩৪ বছর বয়সী বিপাশা।
নিউজরুম