ভালোবাসা দিবস আসলে কী-সালমান খান

0
165
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৫ ফেব্রুয়ারী):আমি ঠিক বুঝি না, ভালোবাসা দিবস আসলে কী? এর কোনো মানে নেই আমার কাছেভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট একটি দিনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেইএটা স্রেফ বাণিজ্যিক ধারণা ছাড়া আর কিছুই নাসম্প্রতি ভালোবাসা দিবস নিয়ে এমন কড়া মন্তব্যই ছুড়লেন বিগহার্ট লাভারবয়খ্যাত বলিউডের অভিনেতা সালমান খান
ভালোবাসা দিবসের অর্থ আপনার কাছে কীএমন প্রশ্ন শুনে সালমানের সোজাসাপটা জবাব, ‘কার্ড ও ফুল বিক্রির কৌশল ছাড়া আর কিছুই নাভালোবাসা দিবস ঘিরে বাণিজ্য থেকে যে বিপুল অঙ্কের অর্থ আয় হয়, তা বিয়িং হিউম্যান প্রতিষ্ঠানে জমা হলে খুব ভালো হতোজানিয়েছে হিন্দুস্তান টাইমস
সালমান আরও বলেন, ‘ভালোবাসা দিবস নয়, জীবনের প্রতিটি দিনকেই উদযাপন করা উচিত সব মানুষেরনিজের পছন্দ আর ইচ্ছের মূল্য দিয়ে প্রতিদিন পালন করতে হবে আমার দিবস
আপনার বয়স যখন বিশের কোঠায় ছিল, তখন ভালোবাসা দিবস কীভাবে উদযাপন করতেনএমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘জীবনে কখনোই ভালোবাসা দিবস নিয়ে মাথা ঘামাইনি আমিতরুণ বয়সে আমি বান্দ্রায় থাকতামতখন কোনো মেয়েকে ভালো লাগলে ফুল উপহার দিয়ে পটিয়ে ফেলতামপরে অভিসারে মেতে উঠতামকাউকে মনে ধরলে কখনোই গোপন করতাম না, সরাসরি বলে ফেলতাম

 

নিউজরুম

 

শেয়ার করুন