স্পোর্টস ডেস্ক(১৫ ফেব্রুয়ারী): ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতল সফরকারী দল।
অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ৪০ রানে জয় পায় ইংল্যান্ড। তবে হ্যামিল্টনে ৫৫ রানের জয় তুলে নিয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজকের ম্যাচটা তাই ছিল অঘোষিত ‘ফাইনাল’।
এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান তোলে নিউজিল্যান্ড।জবাবে মাইকেল লাম্ব ও অ্যালেক্স হেলসের উদ্বোধনী জুটিতেই জয়ের দেখা পায় ইংল্যান্ড।
মার্টিন গাপটিল ছাড়া নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানই আজ সফল হননি। ৫৫ বলে গাপটিল করেন ৫৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (২৬)। গ্রান্ট ইলিয়ট ও জেমস ফ্রাঙ্কলিন প্রত্যেকে ১৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ও ডার্নব্যাচ প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।
জয় পেতে চাই ১৪০ রান, লক্ষ্যটা সহজই ছিল ইংল্যান্ডের। তাই বলে জয়টা যে এত সহজে আসবে, ইংল্যান্ডের ক্রিকেটাররাও বোধ হয় এটা প্রত্যাশা করেননি। জয়ের দেখা মিলল উদ্বোধনী জুটিতেই, তা-ও ইনিংসের মাত্র ১২.৪ ওভারে। দলের জয় নিশ্চিত করে ৪২ বলে ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত থাকেন হেলস। লাম্ব অপরাজিত থাকেন ৩৪ বলে ৫৩ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৩৯/৮ (২০ ওভার)
গাপটিল ৫৯, ম্যাককালাম ২৬
ব্রড ৩/১৫, ডার্নব্যাচ ৩/৩৬
ইংল্যান্ড: ১৪৩/০ (১২.৪)
হেলস ৮০*, লাম্ব ৫৩*
ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১-এ জয়ী।
সূত্র: রয়টার্স, ক্রিকইনফো
নিউজরুম