এবার আরেক জুনিয়রের আগমন-ম্যারাডোনা

0
435
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১ ফেব্রুয়ারী): এক ম্যারাডোনা জুনিয়র পারেননিএবার আরেক জুনিয়রের আগমন হলোবাবার নাম উজ্জ্বল করতে পারবে কি না, সেই উত্তর জানতে অবশ্য অনেক দিন অপেক্ষা করতে হবেকারণ মাত্রই তো পৃথিবীর আলো দেখল ডিয়েগো ফার্নান্দোডিয়েগো ম্যারাডোনার সাবেক প্রেমিকা ভেরোনিকা পুত্রসন্তান উপহার দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তিকেআর্জেন্টিনার স্থানীয় সময় বুধবারে সেখানকার একটি হাসপাতালে জন্মেছে আরেক ডিয়েগোএটি ম্যারাডোনার চতুর্থ সন্তাননাপোলিতে খেলার সময় সেখানকার এক ইতালিয়ান তরুণীর সঙ্গে তাঁর ভালোবাসার সাক্ষী হিসেবে জন্ম নেয় ডিয়েগো সিনাগ্রাস্ত্রী ক্লদিয়া উপহার দিয়েছেন দুই মেয়েদালমা ও জিয়ান্নিনাভেরোনিকার সঙ্গে প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ভেঙে গেলেও এই ভালোবাসার সাক্ষী হিসেবে ডিয়েগোর আগমনএএফপি

 

নিউজরুম

 

শেয়ার করুন