স্পোর্টস ডেস্ক(১৫ ফেব্রুয়ারী): এক ম্যারাডোনা জুনিয়র পারেননি। এবার আরেক জুনিয়রের আগমন হলো। বাবার নাম উজ্জ্বল করতে পারবে কি না, সেই উত্তর জানতে অবশ্য অনেক দিন অপেক্ষা করতে হবে। কারণ মাত্রই তো পৃথিবীর আলো দেখল ডিয়েগো ফার্নান্দো। ডিয়েগো ম্যারাডোনার সাবেক প্রেমিকা ভেরোনিকা পুত্রসন্তান উপহার দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তিকে। আর্জেন্টিনার স্থানীয় সময় বুধবারে সেখানকার একটি হাসপাতালে জন্মেছে আরেক ডিয়েগো। এটি ম্যারাডোনার চতুর্থ সন্তান। নাপোলিতে খেলার সময় সেখানকার এক ইতালিয়ান তরুণীর সঙ্গে তাঁর ভালোবাসার সাক্ষী হিসেবে জন্ম নেয় ডিয়েগো সিনাগ্রা। স্ত্রী ক্লদিয়া উপহার দিয়েছেন দুই মেয়ে—দালমা ও জিয়ান্নিনা। ভেরোনিকার সঙ্গে প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ভেঙে গেলেও এই ভালোবাসার সাক্ষী হিসেবে ডিয়েগোর আগমন। এএফপি।
নিউজরুম