ঢাকা:, দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারালিম্পিয়ান ও ব্লেড রানার বলে পরিচিত অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
অস্কার পিস্টোরিয়াসের বাসভবন থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার পর সে দেশের পুলিশ জানিয়েছে, তারা ২৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছে।
নিহত মহিলার মাথায় ও বাহুতে মোট চারটি গুলির আঘাত পাওয়া গেছে, আর তিনি পিস্টোরিয়াসের বান্ধবী রিভা স্টিনক্যাম্প বলেও জানা গেছে। তিনি ঘটনাস্থলেই নিহত হন, এবং সেখানে একটি নাইন এমএম পিস্তলও পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, পিস্টোরিয়াসকে শুক্রবার প্রিটোরিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করানো হবে।
পুলিশ বলছে, প্রিটোরিয়ার একটি অভিজাত এবং সুরক্ষিত এলাকায় পিস্টোরিয়াসের বাড়িতে ভোররাতে ওই ঘটনা ঘটে। অস্কার পিস্টোরিয়াস এখন পুলিশের হেফাজতে রয়েছেন।
তার বান্ধবী রিভা স্টিনক্যাম্প একজন সফল মডেল ছিলেন।
পুলিশের একজন মুখপাত্র গুলিবর্ষণের খবর নিশ্চিত করলেও অস্কার পিস্টোরিয়াসই সেই গুলি ছুঁড়েছেন কিনা তা স্পষ্ট করে বলেননি। কারণ দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত না করা পর্যন্ত কাউকে কোনো খুনের মামলায় জড়িত বলে উল্লেখ করা যায় না।
অনেক সংবাদ মাধ্যমেই বলা হচ্ছে পিস্টোরিয়াস হয়তো তার বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে ভেবে গুলি করেছিলেন।
তবে পুলিশ এ ধরণের খবর নিয়ে বিস্ময় প্রকাশ করেছে এবং তারা বলছে, এ বাড়িতে আগেও দুএকটি ঘটনা ঘটেছে।
দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধের মাত্রা অত্যন্ত বেশি এবং এ জন্য সেখানকার লোকদের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সবাই তীব্র উদ্বেগ বোধ করেন।
দেশটিতে অন্তত ২৫ লাখ লোক লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করেন।
কিন্তু লাইসেন্সবিহীন অস্ত্রের সংখ্যাও অনেক সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫০ লাখের মতো বলে মনে করা হয়।
দু-পায়ের নিম্নাংশবিহীন অবস্থায় জন্ম নেয়া অস্কার পিস্টোরিয়াস কৃত্রিম পা লাগিয়ে একজন সফল এথলেট হয়ে ওঠেন এবং দুনিয়াজোড়া খ্যাতি পান।
অলিম্পিকে সাফল্যের জন্য তাকে দক্ষিণ আফ্রিকায় পিস্টোরিয়াসকে একজন জাতীয় তারকা এবং জীবন্ত কিংবদন্তী হিসেবে দেখা হয়।
সূত্র : বিবিসি, আপলোড ১৫/02/13