তুরাগ তীরে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত,আটক ৬

0
159
Print Friendly, PDF & Email

   ঢাকা: রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছেন। তারা সবাই এসআই শরিফুল হত্যাকাণ্ডে জড়িত বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে অংশ নেওয়া ডিবির তিনজন সদস্য আহত হয়েছেন। দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নিহত তিন ডাকাত হলেন ট্রান্সফরমার ডাকাতি চক্রের দলনেতা সেলিম (৪২), তার ছোট ভাই জাকির (২৭) ও সাজিদ (৩০)। আটক হওয়া ছয় ডাকাত হলেন সুরুজ, সুজন, হিরা, হাফিজ, লালমিয়া ও রাজু।

পুলিশ জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় এই ডাকাত চক্রের হাতেই এসআই শরিফুল নিহত হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রান্সফরমার ডাকাতির উদ্দেশে গাজীপুরের দিকে যাচ্ছিল দলটি। পিকআপ ভ্যান নিয়ে এ দলে ছিলেন নয়জন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশ তাদের ধাওয়া দেয় দিয়াবাড়ী এলাকায়।

পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ছয় রাউন্ড রিভলবারের গুলি এবং এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, কাটার, রামদা ও ছুরি উদ্ধার করা হয়।

মহানগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার রবিউল ইসলাম বলেন, “ভোররাতে ডিবি ওই এলাকায় অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের গুলিতে তিন ডাকাত নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় মৃত ঘোষণা করেন।”

গত ৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রান্সফরমার ডাকাতির ঘটনায় ডাকাত চক্রকে ধরতে গিয়ে ডিবির এসআই শরিফুল নিহত হন।

সে ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আটক হওয়া ট্রাক ড্রাইভার শিপনকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি বৃহস্পতিবার ভোররাতে এ অভিযান চালায়।

 ফেব্রুয়ারি ১৪, ২০১৩

শেয়ার করুন