বিদ্যার দেবী সরস্বতী পূজা শুক্রবার

0
112
Print Friendly, PDF & Email

ঢাকা,(১৪ ফেব্রুয়ারী) : ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’- মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্য তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন।

শুক্রবার বাণী অর্চনা ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা। সকালে ভক্তরা উপবাস রেখে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে।

এর আগে মধ্যরাতে প্রতিমা স্থাপনের পর সকালে প্রতিমাকে দই, ঘি, কর্পুর, দুধ দিয়ে স্নান করিয়ে সকালে বাণী অর্চনা করা হয়। তারপর পূজার মন্ত্র পড়ে অন্যান্য আচার শেষে শুরু হয় ভক্তদের পুষ্পাঞ্জলি।পুরাণে সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হন।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।

রাজধানীসহ সারা দেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রতি বছরের মতো এবারও ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সরস্বতী পূজার আয়োজন করেছে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় স্তোত্র পাঠ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, বেলা ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে।

রামকৃষ্ণ মিশন ও মঠ এবং রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম পূজামণ্ডপে পূজা শেষে সকালে অঞ্জলি প্রদান করা হবে। ঢাকা আইনজীবী সমিতি জজ কোর্ট প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করেছে।

বাংলাদেশ সচিবালয় পূজা উদযাপন ও কল্যাণ পরিষদ পূজার আয়োজন করেছে মুক্তাঙ্গনে। এখানে সকাল ৯টায় পূজা, সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি, বেলা সাড়ে ১২টায় প্রসাদ বিতরণ এবং সন্দ্যা ৬টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টা থেকে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। জগন্নাথ হলের মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মহানগর মহিলা কলেজ, কেএল জুবিলী স্কুল ও কলেজ, প্রগোজ স্কুল, কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন স্কুল ও কলেজ নিজ নিজ ক্যাম্পাসে সাড়ম্বরে স্বরস্বতী পূজা উদযাপিত হবে।

এদিকে পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। পূজামণ্ডপ তৈরির কাজও সম্পন্ন করেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেল থেকে প্রতিটি মণ্ডপে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 ফেব্রুয়ারি ১৪, ২০১৩

শেয়ার করুন