ঢাকা,(১৪ ফেব্রুয়ারী) : বেসরকারি সব টেলিভিশনের টক শো এবং সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে মনিটরিং করা হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরো জানান, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই বিষয়ে বিটিভিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল কাজ করছে। স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ মনিটরিং সেল গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রী বলেন, “মনিটরিং সেল বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান ধারণ করে এর ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।”
বাংলানিউজসহ দেড়শ অনলাইন
পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন সূত্র থেকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ১৫৩টি অনলাইন পত্রিকার তালিকা তৈরি করেছে।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অনলাইন পত্রিকার নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েকটি সভা করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বারকে আহ্বয়ক করে ছয় সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করেছে। ওই উপ-কমিটি তাদের সুপারিশ প্রদানের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”
এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ২০১১-১২ অর্থবছরে আয় করেছে এক কোটি ৪০ লাখ টাকা। আর একই সময়ে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকা।
বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৫৮১ দৈনিক পত্রিকা প্রকাশ হয়।
সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আশা করা যায়, এই বছরের জুন মাসের আগেই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড এর সুপারিশ অনুযায়ী কার্যক্রম শুরু হবে।
সংসদে অনুপস্থিত বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বর্তমানে ২২টি বেসরকারি টিভি চ্যানেল চালু আছে। এসব টিভি চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১২ প্রণয়নের জন্য সরকার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে ৭সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। শিগশিগরই নীতিমালাটি প্রণয়ন করা হবে।”
সুবিদ আলী ভূইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,“গণমাধ্যম কর্মীদের আবাসন সমস্যা সমাধানের বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের বাসস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।”
নিউজরুম