আপত্তি থাকা সত্বেও জামায়াতের নিবন্ধন বাতিল হচ্ছে না

0
150
Print Friendly, PDF & Email

 

ঢাকা,(১৪ ফেব্রুয়ারী): প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনই বাতিল হচ্ছে না।’

তবে সরকার চাইলে তারা জামায়াতের নিবন্ধন বাতিল করবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল অনেক সময়ের ব্যাপার। আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় নিবন্ধন বাতিল করবে।

সেক্ষেত্রে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদসহ অন্যান্য কমিশনার অংশ নেয়।
এদিকে বুধবার  নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, জামায়াতের গঠনতন্ত্র পর্যালোচনা বৃহস্পতিবার বসছে কমিশন।
তিনি বলেছেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে অসংগতিপূর্ণ ধারা বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে।

নিউজরুম

 

শেয়ার করুন