দ্বিতীয় শীর্ষ দাতা জাকারবার্গ-পত্নী প্রিসিলা

0
159
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পত্নী প্রিসিলা চ্যান ২০১২ সালে দাতব্যকাজে ব্যয় করা যুক্তরাষ্ট্রের ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন
২০১২ সালে প্রায় ৫০ কোটি ডলার দাতব্যকাজে ব্যয় করেছেন জাকারবার্গ ও তাঁর পত্নী প্রিসিলা চ্যানএক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন
গতকাল বুধবার সিএনএনের একটি প্রতিবেদনে ২০১২ সালে যুক্তরাষ্ট্রে দাতব্যকাজে অর্থ ব্যয় করেছেন এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়এ তালিকার শীর্ষে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ওয়ারেন বাফেটতাঁর পরের অবস্থানটিই জাকারবার্গ পরিবারেরএ পরিবার থেকে ২০১২ সালে ৪৯ কোটি ৮৮ লাখ ডলার দাতব্যকাজে ব্যয় করা হয়েছে
দেখা গেছে, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের দাতব্যকাজে ব্যয় করা সেরা পাঁচজন ব্যক্তির তিনজনই প্রযুক্তি ক্ষেত্রের
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন উদ্যোক্তা জন আরনল্ড ও লরা দম্পতিচতুর্থ অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর পঞ্চম স্থানটিতে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও তাঁর স্ত্রী অ্যান ওজসিয়াকি

 

নিউজরুম

 

শেয়ার করুন