জোলির মেয়ে সপ্তাহে তিন হাজার ডলার আয়

0
179
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে ভিভিয়েন জোলি-পিটের বয়স মাত্র চার বছরএই বয়সেই সপ্তাহে তিন হাজার ডলার আয় করতে যাচ্ছে ছোট্ট ভিভিয়েন
রূপকথার গল্প স্লিপিং বিউটিঅবলম্বনে নির্মিতব্য মেলফিসেন্টছবির নামভূমিকায় অভিনয় করছেন জোলিছবিতে রাজকুমারী অরোরার শৈশব তুলে ধরবে ভিভিয়েনচুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিন হাজার ডলার পারিশ্রমিক দেওয়া হবে তাকেএ ছাড়া প্রতিদিন আরও ৬০ ডলার করে অতিরিক্ত ভাতাও পাবে সেসম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি
পালক তিন সন্তানসহ ছয় সন্তানকে বেড়ে তুলছেন পিট ও জোলিতাঁদের প্রথম সন্তান শিলোহর বয়স এখন ছয়দুই যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের বয়স চার বছরতিন পালক সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারার বয়স যথাক্রমে ১১, ৯ ও ৭ বছর

 

নিউজরুম

 

শেয়ার করুন