বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে ভিভিয়েন জোলি-পিটের বয়স মাত্র চার বছর। এই বয়সেই সপ্তাহে তিন হাজার ডলার আয় করতে যাচ্ছে ছোট্ট ভিভিয়েন।
রূপকথার গল্প ‘স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিতব্য ‘মেলফিসেন্ট’ ছবির নামভূমিকায় অভিনয় করছেন জোলি। ছবিতে রাজকুমারী অরোরার শৈশব তুলে ধরবে ভিভিয়েন। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিন হাজার ডলার পারিশ্রমিক দেওয়া হবে তাকে। এ ছাড়া প্রতিদিন আরও ৬০ ডলার করে অতিরিক্ত ভাতাও পাবে সে।সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।
পালক তিন সন্তানসহ ছয় সন্তানকে বেড়ে তুলছেন পিট ও জোলি। তাঁদের প্রথম সন্তান শিলোহর বয়স এখন ছয়। দুই যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের বয়স চার বছর। তিন পালক সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারার বয়স যথাক্রমে ১১, ৯ ও ৭ বছর।
নিউজরুম