ছয় দিনের সফরে ভুটানের রাজা-রানী ঢাকায়

0
124
Print Friendly, PDF & Email

ঢাকা: ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (৩২) ও রানী জেতসুন পেমা(২২) ঢাকায় এসে পৌঁছেছেন। ছয় দিনের সফরে বৃহস্পতিবার সাড়ে বারোটায় বিমানযোগে তারা ঢাকায় এসে পৌঁছান।  পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি রাজকীয় দম্পতিকে স্বাগত জানান। রানীকে নিয়ে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের এটিই প্রথম ঢাকা সফর।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সফরসূচি অনুযায়ী ঢাকায় আসার পর ভুটানের রাজা-রানীকে নিয়ে মোটর শোভাযাত্রাসহ সোনারগাঁও হোটেলে যাওয়া হবে।বিকেলে ওই হোটেলেই পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শুক্রবার সকালে ভুটানের রাজা-রানী যাবেন ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে। সেখানে প্রার্থণা ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ধ্যায় তারা গণভবনে যাবেন। সেখানে রাজ দম্পতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন।

শনিবার তারা নৌবিহারে যাবেন। রোববার ভুটানের রাজা সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রি, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড), ইয়ংওয়ান গার্মেন্ট কারখানা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করবেন।

ওই দিন সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ভুটানের রাজাকে সংবর্ধনা দেবে ঢাকাস্থ ভুটান দূতাবাস।সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের রাজা-রানী। মঙ্গলবার সকালে তারা ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সাংবিধানিক রাজতন্ত্রের দেশ ভুটানের রাষ্ট্রপ্রধান।

এর আগে, ২০১১ সালের মার্চ মাসে স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। ওই বছরের অক্টোবর মাসে তিনি তার সাবেক সহপাঠী জেতসুন পেমাকে বিয়ে করেন।

আপলোড ১৪ফেব্রূয়ারী ২০১৩

শেয়ার করুন