কৃষি ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): দণি চট্টগ্রামের চন্দনাইশের সুস্বাদু কাঞ্চননগরী পেয়ারার মওসুম শুরু হতে অনেক বাকি থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে একই জাতের বারোমাসি সুস্বাদু মিষ্টি পেয়ারা। তাই বারোমাসি এই পেয়ারার বাজারমূল্যও অনেক বেশি। এক ডজন বারোমাসি পেয়ারা ১৫০ থেকে২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
চন্দনাইশ উপজেলার হাছনদণ্ডী গ্রামের পেয়ারা বিক্রেতা আবদুস শুক্কুর বারোমাসি পেয়ারা বাজারে এনেছেন। তিনি জানান, এক পুঁটলি পেয়ারা ৭০০ টাকা করে কিনেছেন। সে হিসাবে তিনি বাগান থেকে তিন হাজার ৫০০ টাকার পেয়ারা বিক্রির জন্য এনেছেন। তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে বারোমাসি এই মিষ্টি পেয়ারা আপেলের চেয়েও বেশি জনপ্রিয়। প্রতি ডজন পেয়ারা ১৫০ থেকে ২০০ টাকার ওপরে বিক্রি হবে।
জানা যায়, দণি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরী জাতের সুস্বাদু এই পেয়ারা এ অঞ্চলের চন্দনাইশ ছাড়াও বাঁশখালী, পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়ার পাহাড় ও পাহাড়ের পাদদেশে শত শত বাগানে উৎপাদন হয়। কিন্তু মওসুম না এলেও প্রতি বাগানেই কিছু কিছু গাছে প্রায় বারোমাস ধরে এই ফল দেয়। এই পেয়ারাকেই এ অঞ্চলে বারোমাসি পেয়ারা বলে থাকে। আগামী জুলাইয়ের প্রথম থেকে পেয়ারার মওসুম শুরু হবে। প্রতি বছর এই অঞ্চল থেকে মওসুমের পাঁচ কোটি টাকার পেয়ারা বেচাকেনা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ খসরু মিয়া বলেন, বাংলাদেশের যে ক’টি পেয়ারার জাত রয়েছে। এর মধ্যে কাঞ্চননগরী জাতের পেয়ারাই সবচেয়ে বেশি সুস্বাদু, মিষ্টি ও রসালো। তাই এই পেয়ারার কদর দেশজুড়ে।
নিউজরুম