বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): এস আই টুটুল, আজ চ্যানেল আইতে আপনার অভিনীত নাটক প্রচারিত হবে।
হ্যাঁ, ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি তৈরি হয়েছে। নাম ভালোবাসো বাঁচো। এটি লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন ঈশিতা। বছর দুই-তিনেক পর অভিনয় করেছি।
অভিনয় করতে কেমন লাগে?
একদম ভালো লাগে না। আমি তো গানের মানুষ, গানই আমার সব।
তাহলে অভিনয় করেন কেন?
বন্ধুদের অনুরোধ, ফেলতে পারি না। কিছু কিছু মানুষ, যাঁদের সঙ্গে আমার ‘না’র সম্পর্ক নেই। তাঁরা যা বলেন, তাতেই রাজি হয়ে যাই।
নাটকের গল্পটি কী রকম?
রাজি হওয়ার পেছনে গল্পটাও আরেকটি কারণ। একজন সংগীতশিল্পীকে নিয়ে গল্প। যাকে সে ভালোবাসে, সে মারা গেছে। কিন্তু যে মেয়েটি এখন তাকে ভালোবাসে, তাকে এই শিল্পী মেনে নিতে পারে না। একসময় মেয়েটি বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।তখন এই শিল্পী অনুভব করে, কখন যেন সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে।
ভালোবাসা দিবসের কর্মসূচি কী?
উত্তরায় আমার নিজের একটি রেস্টুরেন্ট আছে—ফায়ার অন আইস। অনেক দিন এখানে আমার গান গাওয়া হয়নি। তা প্রায় আড়াই বছর তো হবেই। আজ সন্ধ্যায় এখানে গান গাইব। আমার সঙ্গে থাকবেন নির্ঝর। কয়েকজন সেলিব্রিটিকে আমন্ত্রণ জানিয়েছি।তাঁরা সবাই আসবেন জোড়ায় জোড়ায়।
গানের অ্যালবামের খবর কী?
ভালোবাসা দিবসে তো পারলাম না, আমার ব্যান্ড ধ্রুবতারার তৃতীয় অ্যালবাম নীল কষ্ট পয়লা বৈশাখে বের করব। কিছু কাজ বাকি আছে। আমাদের ব্যান্ডে দুজন নতুন সদস্য যুক্ত হয়েছেন—বাঁশিতে বাবু আর পারকিউশনে মিঠুন।
আপনার একক অ্যালবাম?
এখন আর নিজের একক অ্যালবাম করার ইচ্ছা নেই। যা করব, তা ধ্রুবতারার নামেই বের হবে।
নিউজরুম