বিনোদন ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): ): নারীর প্রতি সহিংসতা দূর করতে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ প্রচারণায় যোগ দিলেন আনুশকা শঙ্কর। আজ ভালোবাসা দিবসে ‘নাচো, ওঠো, দাবি জানাও’ এমন আহ্বান জানিয়েছেন সবাইকে। শৈশবে তিনি শিকার হয়েছিলেন মানসিক ও যৌন নির্যাতনের।বললেন, ‘আমার মা-বাবা খুব বিশ্বাস করতেন—এমন একজন মানুষের দ্বারাই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলাম আমি। অন্য অনেক নারীর মতো আমাকেও সইতে হয়েছে নানা নির্যাতন। কিন্তু আমি জানতাম না কীভাবে এর মোকাবিলা করব।’
আনুশকা আরও বলেন, ‘নারী হিসেবে আমি সব সময়ই নানা ভয়ের শিকার। রাতে একা বের হতে ভয়, কারও সঙ্গে কথা বলতে ভয়। কিন্তু যথেষ্ট হয়েছে। আমি জেগে উঠছি দিল্লিতে ধর্ষণের শিকার হওয়া সেই নারীর জন্য, তাঁর মতো আরও অনেকের জন্য।আপনারাও আমার সঙ্গে থাকুন, চলুন জেগে উঠি, নাচি। পরিবর্তনের সেই শক্তি আছে নাচের মধ্যে। চলুন, নিজেদের আর দুনিয়াটাকে বদলাই।’
নিউজরুম