স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): এটিপির নতুন নিয়মটা একদমই পছন্দ হয়নি রাফায়েল নাদালের। নিয়মটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সার্ভের সময় অনেক খেলোয়াড়ই অহেতুক সময়ক্ষেপণ করেন। এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় বলেও অভিযোগ আছে। এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) তাই নতুন নিয়ম করেছে, ২৫ সেকেন্ডের মধ্যে সার্ভ করতে হবে। কিন্তু এটির সমালোচনা করে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় বললেন, ‘মানুষ দীর্ঘ ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতামূলক র্যালি ও বিস্ময়কর শট দেখতে চায়। আমার মতে, শীর্ষ পর্যায়ে চার ঘণ্টার ম্যাচ খেলতে হলে, আমার ২৫ সেকেন্ডের বেশি সময় দরকার।’
চিলি থেকে নাদাল গেছেন ব্রাজিলে, ২০০৫ সালের পর প্রথমবারের মতো গেছেন দেশটিতে। অংশ নেবেন এটিপি ২৫০ সাও পাওলো টুর্নামেন্টে। তার আগে পরশু প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে বেশি সময় নিয়ে সার্ভ করার জন্য ‘বিখ্যাত’ নাদাল বললেন, ‘আমার মনে হয় না, নতুন নিয়মে খেলোয়াড়েরা খুশি হবে। যখন নিয়মটা আসবে, আম্পায়ারকেই সিদ্ধান্ত নিতে হবে অনুসরণ করবেন কি করবেন না।কারণ, এটা যদি গাণিতিক বিষয় হয়, দর্শকদের জন্য খারাপই হবে।’
নাদাল এটিপিকে ধুয়ে দিয়েছেন খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গেও। তাঁর অভিযোগ, এটিপি খেলোয়াড়দের যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষা করছে না। ক্লে কোর্ট, ঘাসের কোর্টের তুলনায় হার্ড কোর্টে খেলোয়াড়দের শরীরের ওপর ধকল যায় বেশি।চোটে পড়ার আশঙ্কাও অনেক বেশি। অথচ বছরজুড়ে সিমেন্টের কোর্টেই এটিপি টুর্নামেন্ট আয়োজন করে বেশি। নাদালের কথা, খেলোয়াড়ি জীবনে তো বটেই; এর ক্ষতিকর প্রভাব পড়ে একজন খেলোয়াড়ের অবসরজীবনেও। দীর্ঘ সাত মাস চোটের সঙ্গে সংগ্রাম করে ফেরা নাদাল তাই বলছেন, ‘এটিপি খেলোয়াড়দের নিয়ে একটু কমই উদ্বিগ্ন। তাদের পক্ষ থেকে আরও বেশি যত্ন নেওয়া উচিত। ক্যারিয়ার শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল, টেনিস খেলতে পারাটা হবে দারুণ। কিন্তু এই কোর্টে খেলে আমি মনে করি না সেটা সম্ভব।’ ওয়েবসাইট।
নিউজরুম