নিয়মটা পছন্দ হয়নি রাফায়েল নাদালের

0
130
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): এটিপির নতুন নিয়মটা একদমই পছন্দ হয়নি রাফায়েল নাদালেরনিয়মটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনিসার্ভের সময় অনেক খেলোয়াড়ই অহেতুক সময়ক্ষেপণ করেনএতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় বলেও অভিযোগ আছেএটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) তাই নতুন নিয়ম করেছে, ২৫ সেকেন্ডের মধ্যে সার্ভ করতে হবেকিন্তু এটির সমালোচনা করে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় বললেন, ‘মানুষ দীর্ঘ ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতামূলক র‌্যালি ও বিস্ময়কর শট দেখতে চায়আমার মতে, শীর্ষ পর্যায়ে চার ঘণ্টার ম্যাচ খেলতে হলে, আমার ২৫ সেকেন্ডের বেশি সময় দরকার
চিলি থেকে নাদাল গেছেন ব্রাজিলে, ২০০৫ সালের পর প্রথমবারের মতো গেছেন দেশটিতেঅংশ নেবেন এটিপি ২৫০ সাও পাওলো টুর্নামেন্টেতার আগে পরশু প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে বেশি সময় নিয়ে সার্ভ করার জন্য বিখ্যাতনাদাল বললেন, ‘আমার মনে হয় না, নতুন নিয়মে খেলোয়াড়েরা খুশি হবেযখন নিয়মটা আসবে, আম্পায়ারকেই সিদ্ধান্ত নিতে হবে অনুসরণ করবেন কি করবেন নাকারণ, এটা যদি গাণিতিক বিষয় হয়, দর্শকদের জন্য খারাপই হবে
নাদাল এটিপিকে ধুয়ে দিয়েছেন খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গেওতাঁর অভিযোগ, এটিপি খেলোয়াড়দের যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষা করছে নাক্লে কোর্ট, ঘাসের কোর্টের তুলনায় হার্ড কোর্টে খেলোয়াড়দের শরীরের ওপর ধকল যায় বেশিচোটে পড়ার আশঙ্কাও অনেক বেশিঅথচ বছরজুড়ে সিমেন্টের কোর্টেই এটিপি টুর্নামেন্ট আয়োজন করে বেশিনাদালের কথা, খেলোয়াড়ি জীবনে তো বটেই; এর ক্ষতিকর প্রভাব পড়ে একজন খেলোয়াড়ের অবসরজীবনেওদীর্ঘ সাত মাস চোটের সঙ্গে সংগ্রাম করে ফেরা নাদাল তাই বলছেন, ‘এটিপি খেলোয়াড়দের নিয়ে একটু কমই উদ্বিগ্নতাদের পক্ষ থেকে আরও বেশি যত্ন নেওয়া উচিতক্যারিয়ার শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল, টেনিস খেলতে পারাটা হবে দারুণকিন্তু এই কোর্টে খেলে আমি মনে করি না সেটা সম্ভবওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন