ঝালকাঠি,(১৪ ফেব্রুয়ারী) : ঝালকাঠির রাজাপুর উপজেলায় আ. কাদের গাজি (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার গভীররাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভোররাতে রাজাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। কাদের গাজি ওই গ্রামের মৃত সুলতান গাজির ছেলে।
কাদের গাজির প্রথম স্ত্রী সালমা বেগম জানান, রাতে খাওয়ার পর তিনি বাইরে যান। এরপর তিনি আর ফেরেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের গাজির দুই স্ত্রী। তারা পৃথক বাড়িতে বসবাস করেন।
এলাকাবাসীর ধারণা, রাতে এক স্ত্রীর বাড়ি থেকে অন্য স্ত্রীর বাড়িতে যাওয়ার পথে তিনি কোনো ডাকাত দলের সামনে পড়েন। তিনি ডাকাতদলকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয় বলে এলাকাবাসী ধারণা করছেন।
তার দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগম বাংলানিউজকে জানান, গভীররাতে বাড়ির বাইরে চিৎকারের শব্দ শুনতে পান। পরে প্রতিবেশীদের নিয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে তার স্বামীর লাশ দেখতে পান।
তার স্বামীর কোনো শত্রু নেই বলেও দাবি করেছেন জাহানারা।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করছেন।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
নিউজরুম