একটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জ্বলজ্বল করছে

0
147
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): পিএসজি ২: ১ ভ্যালেন্সিয়া
জুভেন্টাস ৩: ০ সেলটিক
আন্তোনিও কন্তের নামের পাশে একটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জ্বলজ্বল করছেঅথচ সেখানে থাকতে পারত আরও তিনটি শিরোপা১৯৯৭, ১৯৯৮ ও ২০০৩ সালে ফাইনালে উঠেও, নিঃশ্বাস-দূরত্বে থেকেও ইউরোপ-সেরার ট্রফিটা ছুঁতে পারেননিপাওয়ার চেয়ে তাই না-পাওয়ার যন্ত্রণাই বেশি কন্তেরএত কাছে এসে ফিরে যাওয়ার টাটকা সব অভিজ্ঞতা আছে বলেই সেদিনের খেলোয়াড় আজ কোচের দায়িত্বে এসেও সতর্কসাবধানীসেল্টিককে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা রেখেও জুভেন্টাস কোচ তাই আনন্দে উদ্বেলিত নন
শেষ আটে এক পা দিয়ে রাখার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারত পিএসজিওভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলে জেতাটা শেষ আট প্রায় নিশ্চিত করে দিত হয়তোকিন্তু একেবারে শেষ মুহূর্তে একটা গোল খেয়ে জয়ের আকারটা মনমতো হয়নি কার্লো আনচেলত্তিরতার ওপর যোগ করা সময়ে জ্লাতান ইব্রাহিমোভিচের লাল কার্ড বাড়তি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পিএসজি কোচকেফিরতি লেগে দারুণ ফর্মে থাকা ইব্রাকে পাচ্ছে না প্যারিসের ক্লাবটিপরশু অবশ্য ইব্রা কোনো গোল করেননিপিএসজির দুটি গোলই দুই আর্জেন্টাইনের১০ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির পর ৪৩ মিনিটে গোল করেন হাভিয়ের পাস্তোরে৯০ মিনিটে ফ্রান্সেরই ফুটবলার আদিল রামি ১ গোল করে পিএসজিকে নির্ভার থাকতে দিলেন না
যদিও পরিসংখ্যান বলছে, ২-১ গোলের এই জয়টাও আনচেলত্তির দলের জন্য অনেক বড় পাওয়াকারণ এর আগে ফরাসি প্রতিপক্ষের সঙ্গে নিজেদের মাঠে আট ম্যাচের সবগুলোই জিতেছিল ভ্যালেন্সিয়ামেস্তাল্লায় ২০১০ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম হারলওমাঝখানে অপরাজিত ছিল নয়টি ম্যাচেগত চার মৌসুমে শুধু খেলোয়াড় কিনতেই ২৫ কোটি ইউরো বিনিয়োগের ফসল পেতে শুরু করেছে পিএসজিঅন্যদিকে ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, হুয়ান মাতাদের মতো একের পর এক তারকা বিক্রি করে দেওয়ার ফলটাও হাতে নাতে পাচ্ছে ভ্যালেন্সিয়াযদিও দলের কোচ আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘শেষ মুহূর্তে আমরা একটা গোল করতে পেরেছিতার মানে এখনো আমাদের ভালো সুযোগ আছেতবে আমাদের এই তথ্যও মাথায় রাখতে হবে, ওদের অসাধারণ সব খেলোয়াড় আছে
শেষ মুহূর্তের গোলের চেয়ে শেষ মুহূর্তের লাল কার্ডই বেশি পোড়াচ্ছে আনচেলত্তিকেপিএসজি কোচ বলেছেন, ‘এই লাল কার্ড ইব্রার প্রাপ্য ছিল না সিদ্ধান্তের যুক্তিটা আমার কাছে পরিষ্কার নয়আনচেলত্তি বরং সাবধানী, ‘মাত্রই প্রথম লেগ গেলএখনো ফিরতি লেগ বাকি আছেআসলে ১৯৯৫ সালের পর এই প্রথম নকআউট পর্বে খেলছে পিএসজিযতই খেলোয়াড় কিনে দলের খোলনলচে পাল্টে ফেলা হোক, ক্লাবের ঐতিহ্যও এ ধরনের টুর্নামেন্টে অনেক বড় ব্যাপার
রেফারির সিদ্ধান্ত নিয়ে নাখোশ সেল্টিক কোচ নিল লেননওঅবশ্য তাঁকে বেশি পোড়াচ্ছে সুযোগ কাজে লাগাতে না-পারা৩ মিনিটেই আলেসান্দ্রো মাত্রির গোলে জুভরা এগিয়ে গেলেও সেল্টিক একের পর এক সুযোগ তৈরি করছিলভালোও খেলছিলকিন্তু ৭৭ ও ৮৩ মিনিটে ক্লদিও মার্কিসিও আর মির্কো ভুচিনিচের গোল পাল্টে দিল সবলেনন যেন হয়ে গেলেন দার্শনিক, ‘এটাই ফুটবলের রূঢ় বাস্তবতাআমরা ৭০-৮০ মিনিট পর্যন্ত ভালো খেলেও ৩-০ গোলে হারলাম!এএফপি, রয়টার্স

 

নিউজরুম

 

শেয়ার করুন