চিটাগংই সেরা চারে

0
185
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৪ ফেব্রুয়ারী): সপ্তাহ দুয়েক আগের ঘটনাবিপিএল তখন চট্টগ্রামেএকদিন অনুশীলন শেষে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠের এক কোনায় শিষ্যদের নিয়ে বসেছিলেন খালেদ মাহমুদচিটাগং কিংস তখন পয়েন্ট টেবিলে খাবি খাচ্ছেসাধারণ টিম মিটিংয়ের চেয়ে একটু বেশিই দীর্ঘ হয়েছিল সেই আলোচনাপর্বশিষ্যদের কী মন্ত্রে উজ্জীবিত করেছিলেন কোচ, কে জানেএরপরই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়াল চিটাগংপ্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জেতা দল জিতল পরের ছয় ম্যাচের পাঁচটিতেকাল নিশ্চিত করে ফেলল শেষ চারে ওঠাও
এই ম্যাচে হারলেও পরের ম্যাচে সিলেটের জয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে আছে দুরন্ত রাজশাহীরওআজ রংপুর-বরিশালের ম্যাচে বরিশাল জিতলে রাজশাহীই চতুর্থ দল হিসেবে উঠবে শেষ চারেরংপুর জিতলে উঠে যাবে রংপুরই
কাল চিটাগংয়ের জয়ের নায়ক এমন একজন, কালকের আগে দর্শক হিসেবেই যিনি বেশি সময় কাটিয়েছেনমাত্র দুটি ম্যাচ খেলেছিলেন জেসন রয়, দুই ম্যাচে ৫ রান করে করার পর আর সুযোগ মেলেনিকাল মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামিয়ে দেওয়া হলো ওপেনিংয়ে, জেসন রয় ফিরলেন পুরো ২০ ওভার খেলেঅল্পের জন্য সেঞ্চুরিটা পাননি, কিন্তু খেলেছেন অসাধারণ এক ইনিংসসঙ্গে ফর্মে থাকা রায়ান টেন ডেসকাটের ঝোড়ো এক ইনিংসচিটাগং তুলে ফেলে নিজেদের সর্বোচ্চ রান, ১৯৩শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত যে স্কোরের কাছাকাছিও যেতে পারেনি রাজশাহী
নাঈমকে শূন্য রানে হারালেও দ্বিতীয় উইকেটের ব্রেন্ডন টেলরকে (২১ বলে ৩০) নিয়ে ৪৭ বলে ৭১ রানের জুটি গড়েন জেসনডেসকাটের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬২ বলে ১১৭! ১৬ ওভার শেষে জেসনের রান ছিল ৮৬, যে গতিতে এগোচ্ছিলেন, সেঞ্চুরিটা অনায়াসেই হয়ে যায়কিন্তু শেষ ৪ ওভারে স্ট্রাইক পেলেন মাত্র চার বল, শেষ তিন ওভারে এক বল! ওই বলে নিয়েছেন ৩ রানশেষ ওভারে স্ট্রাইকই পাননি, অপরাজিত থাকেন ৫৫ বলে ৯২ রান করেশেষ বলে রানআউট হওয়া ডেসকাট ৬৫ রান করেন ৩৯ বলে
প্রথম ওভারে ক্যাটিচকে দুই ছয়ে শুরু করেছিলেন চার্লস কভেন্ট্রি (১৫ বলে ২৪)পরে সাইমন ক্যাটিচ (৩৯ বলে ৫৩), দিলশান মুনাবীরা (২৫ বলে ৩৫) ও জিয়াউর (১৭ বলে ২৬) রাজশাহীকে রেখেছিলেন লড়াইয়েকিন্তু শেষের দিকে টেইট-কুপার-রুবেলদের দারুণ বোলিংয়ে আর পেরে ওঠেনি

সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৩/৩ (নাঈম ০, জেসন ৯২*, টেলর ৩০, ডেসকাট ৬৫*; মনির ১/৩০, মুক্তার ১/৪০)
দুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১৬০/৬ (কভেন্ট্রি ২৪, ক্যাটিচ ৫৩, মুনাবীরা ৩৫, জিয়াউর ২৬, জহুরুল ১, মুক্তার ৬*, কাপুগেদেরা ১, উদানা ৬*; রুবেল ২/২৩, টেইট ২/৩৫, কুপার ১/১৮, মাহমুদউল্লাহ ১/৩৫)
ফল: চিটাগং কিংস ৩৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জেসন রয়

 

নিউজরুম

 

শেয়ার করুন